রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:

ছাতকে বৃদ্ধ দম্পতিকে নতুন আশার আলো জ্বালিয়েছে-CAP Foundation UK.

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১২২ সময় দেখুন

ছাতক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের পাশে একটি টিনের ঘরে বসবাস করেন এক বৃদ্ধ দম্পতি। তাঁরা আগে কাজ করে নিজেদের পরিবারের অর্থ যোগাতেন। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ তাঁরা কাজ করতে অক্ষম হওয়ায় বিপাকে পড়ে পরিবারটি। তাদের পুরনো টিনের ঘরটি স্থানীয় বাসিন্দারা মেরামত করে নতুন ভাবে টিনের ঘর তৈরি করে বসবাসের উপযোগী করে দেন। কিন্তু তাঁদের কোনো আয়ের উৎস নেই।

বিষয়টি CAP Foundation UK ‘র নজরে এলে অসহায় এ পরিবারের দায়িত্ব নিয়ে ব্যবসার জন্য CAP Foundation ছোট একটি দোকান করে দেন তাদেরকে।

Abdul Aziz Mahdi (Development Officer Cap Foundation) জানান, আমি মনে করি, এই দম্পতি এখন একটি ছোট দোকান পরিচালনার মাধ্যমে স্বনির্ভরতার পথে এগিয়ে যাবেন। এই উদ্যোগ তাঁদের শুধু আর্থিক সহায়তা নয়, বরং আত্মমর্যাদা ও সামাজিক সংযুক্তির অনুভূতিও ফিরিয়ে দিয়েছে। Cap Foundation – UK এর এই মহৎ প্রচেষ্টার জন্য আমি আমার এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। কিছুদিন আগে উদ্যোগে নিয়ে ঈদ উপহার হিসেবে আজ মঙ্গলবার মালামালসহ তাদেরকে দোকান বুঝিয়ে দেয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD