বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
সেবা উন্নয়নে ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে বিশ্রামাগার ও গণশৌচাগার উদ্বোধন নন্দীগ্রামে থালতা থেকে চাঁনপুর রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন সাবেক এমপি; মোশারফ হোসেন ধানের শীষকে ভোট দিয়ে বিজয় করুন- আনিসুল হক জগন্নাথপুরে আঃ কাদির সঃ প্রাঃ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সাভারে দৃপ্ত শপথে মানবাধিকার দিবস: অবিচার বিরোধী কণ্ঠস্বর আরও শক্তিশালী সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা অনুষ্ঠি নড়াইলের লোহাগড়ায় রুগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালাসহ সকল কার্যক্রম নিষেধাজ্ঞা ময়মনসিংহ মুক্ত দিবসের বর্ণাঢ্য আয়োজন নড়াইলে বালুবোঝাই লাটা গাড়ি চাপায় চালকের মৃত্যু মধ্যনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময়

তাসনোভা নাসরিন নিশু ফুলপুর( ময়মনসিংহ)প্রতিনিধি:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২২৮ সময় দেখুন
ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ইউএনও'র মতবিনিময়
ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ইউএনও'র মতবিনিময়

ময়মনসিংহের ফুলপুর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে রবিবার(১৮ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম। প্রাথমিক শিক্ষা অফিসার শাহনেওয়াজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও সাদিয়া ইসলাম। এছাড়াও, সভায় উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি, শিক্ষক ও বিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ বেগম বলেন, “শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি উন্নত ও মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নির্মাণ করা সম্ভব।” তিনি শিক্ষকদের স্বীয় দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের জন্য উদাত্ত আহ্বান জানান এবং উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন। সভায় প্রধান অতিথির সাদিয়া ইসলাম বলেন,একটি শক্তিশালী জাতি গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর প্রাথমিক স্তরের শিক্ষকরা সেই মেরুদণ্ডকে সুদৃঢ় করার কারিগর।” তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসন প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বদ্ধপরিকর এবং শিক্ষকদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে পাশে থাকবে।” তিনি বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও শিক্ষার্থীবান্ধব করে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান এবং নিয়মিতভাবে বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD