ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ০৪ /০৫/২০২৫ তারিখ গত ২৪
ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
মোট ১৪ জন আসামী গ্রেফতার করা হয়।
পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব কমর উদ্দিন, আইসি ১নং পুলিশ ফাঁড়ি সঙ্গীয়
ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। মোঃ
আবুল হোসেন (আওয়ামীলীগ সমর্থক)(৪০), পিতা-মৃত আঃ মজিদ, মাতা-মোছাঃ মোমিনা
খাতুন , ঠিকানা: স্থায়ী: (মালগুদাম, ১৬নং ওয়ার্ড) , উপজেলা/থানা-কোতোয়ালী মডেল,
জেলা-ময়মনসিংহ, বাংলাদেশ কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে।
এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা
করিয়া অন্যান মামলার আসামী ১. মোঃ হাবি মিয়া(২৮), পিতা-নুরুল ইসলাম , ঠিকানা:
স্থায়ী: (বোররচর টুলপাড়া) , উপজেলা/থানা-কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
বাংলাদেশ ২. মোঃ আক্তার মিয়া(৫০), পিতা-মৃত আবু তাহের , ঠিকানা: স্থায়ী: (বোররচর
টুলপাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহদ্বয়কে অত্র থানা
এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান
পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১. হিমাদ্রী প্রসাদ তুর্য্য(২৫), পিতা-
কেদারনাথ প্রসাদ, মাতা-কান্তি প্রসাদ , ঠিকানা: স্থায়ী: (রামবাবু রোড, অলকা নদী
বাংলা কমপ্লেক্স) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ ২।
মোঃ পাপ্পু মিয়া (৪০), পিতা- মৃত নজরল ইসলাম, মাতা-সাহেরা খাতুন, স্থায়ী: (কৃষ্টপুর
আদর্শ কলোনী), উভয় উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহদ্বয়কে
অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ জামাল হোসেন(৩৮), পিতাঃ মৃত
গোলাম রহমান, মাতাঃ মৃত রুপশী খাতুন, সাং-ছোট বোয়ালিয়া, ত্রিবেনী ইউনিয়ন, থানাঃ
শৈলকূপা, জেলাঃ ঝিনাইদহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর
নিকট হইতে ২০ কেজি গাঁজা উদ্ধার করেন।
ইহাছাড়াও এসআই কুমোদলাল দাস, এসআই মোজাম্মেল হোসেন, এএসআই আয়েছ
মিঞা, এএসআই রাকিবুল আলম, এএসআই মনোয়ার হোসেন, এএসআই লাল মিয়া,
এএসআই নাজমুল হক সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৮টি
গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। মোঃ রুহুল আমিন (), পিতা-মৃতঃ রেছত আলী মন্ডল, স্থায়ী: (নেহালিয়া কান্দা) ,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। আলামিন (), পিতা-দুলাল, স্থায়ী: (নেহালিয়া কান্দা) , উপজেলা/থানা- কোতোয়ালী
মডেল, জেলা -ময়মনসিংহ,
৩। মোজাম্মেল (), পিতা-মোহাম্মদ আলী, স্থায়ী: (নেহালিয়া কান্দা) , উপজেলা/থানা-
কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৪। শাহিনুর ইসলাম, পিতা-তারা মিয়া, সাং-আকুয়া মড়লপাড়া, উপজেলা/থানা- কোতোয়ালী
মডেল, জেলা-ময়মনসিংহ, বাংলাদেশ
৫। আল আমিন (২৭), পিতা-মনহর মিয়া, স্থায়ী : গ্রাম- চর পাড়া (চরপাড়া প্রাইমারী
স্কুল রোড) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৬। একে এম নুরুল আলম হিরা (), পিতা-সফির উদ্দিন, স্থায়ী: (সাং- ১২ নং টিককাপাড়া
বাইলেন) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৭। সালমা আক্তার (), পিতা-/স্বামী: আঃ রহমান, স্থায়ী: গ্রাম- বালুর চর (জুবলী ঘাট) ,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৮। মোঃ হামিদুল ইসলাম স্বপন (), পিতা-মোঃ এছাক আলী, স্থায়ী: ( সেনা নিবাস রোড়) ,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে
প্রেরন করা হইয়াছে।