নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় ১ একর ৭৪ শতক জমি অবৈধ দখলদারদের থেকে উচ্ছেদ করা হয়েছে। আদালতের সহযোগিতায় ২৮ বছর পর জমির মালিকানা ফিরে পেলেন ওয়ারিশানগণ। সোমবার বিকেলে উচ্ছেদ অভিযানের সময় ওই জমিতে থাকা একটি হাফ বিল্ডিং ঘর ভেঙে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত জমির বর্তমান বাজার মূল্য ৫ কোটি টাকার বেশি বলে জানা গেছে। জানা গেছে, পৌর শহরের দৌলতপুর এলাকার ওই জমিতে ওয়ারিশের দাবিতে ২৮ বছর আগে আদালতে মামলা করেন স্থানীয় আব্দুল ছাত্তার ও তার ভাই মরম আলী। পরে মামলা চলাকালে ওই দুই ভাই মারা গেলে তাদের ছেলেরা শহীদ মিয়াগং মামলা চালিয়ে যান। পরে আদালতের চূড়ান্ত রায় পান আব্দুল ছাত্তার ও মরম আলীর সন্তানেরা। পরে সোমবার জেলার আইন কমিশনার তরুণ কমল বিশ্বাসের নেতৃত্বে ওই জায়গা বুঝিয়ে দেন। জেলার আইন কমিশনার তরুণ কমল বিশ্বাস বলেন, আদালতের নির্দেশেই জায়গা মেপে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং আদালতের নির্দেশক্রমে অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।