ময়মনসিংহ হতে মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটি চালুর দাবীতে নেত্রকোনা সমিতি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ এর মাধ্যমে অন্তবর্তীকালীন সরকার রেলপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি ১৩ এপ্রিল রোববার দুপুরে প্রদান করেছেন।
এসময় বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার ও বিভাগীয় কমিশনারের একান্ত সচিব এইচ এম ইবনে মিজান উপস্থিত ছিলেন।
নেত্রকোনা সমিতি, ময়মনসিংহ এর পক্ষে স্মারক লিপিতে স্বাক্ষর করেছেন সমিতির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আব্দুল হক ও সাধারণ সম্পাদক অধ্যাপক জহিরুল ইসলাম খান জামাল।
স্মারক লিপি প্রদান কালে সমিতির সহ-সভাপতি বাবু জোর্তিময় সাহা, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল হাফিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনিস উর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান বাচ্চু, কোষাধ্যক্ষ মোঃ হামিদুর রহমান, নির্বাহী পরিষদ সদস্য দিলীপ কুমার সরকার,সুজন দেবনাথ, গোলাম সারোয়ার মালুসহ অনেকে উপস্থিত ছিলেন।
স্মারকলিপি গ্রহন করে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার হোসেন বলেন স্মারকলিপিটি মন্ত্রণালয়ে প্রেরন করা হবে।এছাড়াও তিনি ব্যক্তিগত ভাবেও ট্রেনটি চালু করার ব্যাপারে আবশ্যিক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেছেন।
উল্লেখ্য গত ২ মাস যাবত ময়মনসিংহ হতে মোহনগঞ্জ গামী লোকাল ট্রেনটি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অগুনিত সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা রেলসেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে দরিদ্র মানুষই দুর্ভোগের শিকার হচ্ছে।
মানবিক কারণে ট্রেনটি দ্রুত চালু করার জন্য অনেকে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি বিনীত ভাবে অনুরোধ জানিয়েছেন।
এর আগে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারের মাধ্যমে রেলওয়ের মহাপরিচালক বরাবর নেত্রকোনা সমিতি, ময়মনসিংহ পৃর্থক একটি স্মারকলিপি ১৩ এপ্রিল সকাল ১০ টায় প্রদান করেছেন।