নেত্রকোণার বারহাট্টায় গরুবাহী ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস ছিটকে সড়কের পাশে খেতে গিয়ে পড়েছে। এতে বাসে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। বাসের যাত্রীরা বৌ-ভাতের অনুষ্ঠানে নেত্রকোণা থেকে মোহনগঞ্জ আসছিলেন। আহতের মধ্যে নারী শিশু ও বৃদ্ধ ব্যক্তিও রয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় বাস ও ট্রাকের চালক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তারা দুজনই পলাতক রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে দিকে উপজেলার ইসলামপুর-বিরামপুর নামক এলাকায় পেট্রোল পাম্পের সন্মুখে নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি। বারহাট্টা থানার এসআই মোঃ মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাসে করে ৪০ জনের মতো মানুষ বৌ-ভাতের দাওয়াত খেতে নেত্রকোণা থেকে বাসে করে মোহনগঞ্জ আসছিলেন। বারহাট্টা উপজেলার ইসলামপুর পেট্রোল পাম্পে সামনের মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে গরুবাহী ট্রাক ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি ছিটকে গিয়ে সড়কের পাশে খেতে পড়ে। এ ঘটনায় বাসে থাকা নারী-পুরুষ ও বৃদ্ধ সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের মোহনগঞ্জ ও নেত্রকোণা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বাস ও ট্রাকের চালক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ইসলামপুর গ্রামের মোঃ আল আমিন ও মোঃ খায়রুল ইসলাম বলেন, বাসটি খেতে ছিটকে পড়ার পর আমরা আশপাশের সবাই গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করি। অনেক যাত্রী বাসের চাপায় আহত হয়েছেন। যেহেতু বৌ-ভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন যাত্রীরা, ফলে বাসটিতে নারী-শিশু ও বৃদ্ধরা ছিলেন। বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিলো। তাদের মধ্যে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ট্রাক ও বাসের চালক আহত হয়েছেন। ট্রাকের চালককে সিটের পাশের দরজা ভেঙে বের করা হয়েছে। দরজার চাপা লেগে গুরুতর আহত হয়েছেন। বারহাট্টা থানার এসআই মোঃ মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে গিয়ে দুর্ঘটনার শিকার বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর দুটি গাড়ির চালকই পালিয়ে গেছেন। বাসের আহত যাত্রীরা নেত্রকোণা সদর ও মোহনগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের নাম ঠিকানা পাইনি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।