শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১০ জন আসামী গ্রেফতার করা হয় মামলা করায় আদালত প্রাঙ্গনে বাদীর উপর আসামিদের হামলা শিকার ব্যবসায়ী মাহবুব কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ফেসবুকে নারী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৪ জন আসামী গ্রেফতার করা হয়। আনন্দ মোহনকে দেশ সেরা কলেজ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন -প্রফেসর মো: আমান উল্লাহ্ স্বাস্থ্যসেবা নিশ্চিতে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ৬ বছর ফুর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৭ জন আসামী গ্রেফতার করা হয়। মোহনগঞ্জে দুই ছিনতাইকারী আটক শিক্ষার্থীর মোবাইল ছিনতাই মোহনগঞ্জে ২৮ বছর পর আদালতের সহযোগিতায় জমি ফিরে পেলেন ওয়ারিশানগণ ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা

‘ব্রিজ দিয়া পার অইলে জীবনডা সার্থক ওইতো’

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
  • আপডেটের সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৭৬ সময় দেখুন
ময়মনসিংহ মহানগরীর কাচারিঘাটে সেতুর দাবি দীর্ঘদিনের। প্রতিদিন নৌকায় করে পারাপার হয় প্রায় ২০ হাজার মানুষ।
ময়মনসিংহ মহানগরীর কাচারিঘাটে সেতুর দাবি দীর্ঘদিনের। প্রতিদিন নৌকায় করে পারাপার হয় প্রায় ২০ হাজার মানুষ।

‘ব্রিজ দিয়া পার অইলে জীবনডা সার্থক ওইতো’

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
ময়মনসিংহ মহানগরীর কাচারিঘাটে সেতুর দাবি দীর্ঘদিনের।
প্রতিদিন নৌকায় করে পারাপার হয় প্রায় ২০ হাজার মানুষ।
ঝড়বৃষ্টির দিনে মানুষের ভোগান্তি বাড়ে কয়েক গুণ।
কাচারিঘাটে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে।

ময়মনসিংহ মহানগরীর কাচারিঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে সেতু না থাকায় পারাপারে এখনো ভরসা নৌকা। এতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় পারাপারে। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহ মহানগরীর কাচারিঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে সেতু না থাকায় পারাপারে এখনো ভরসা নৌকা। এতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় পারাপারে। ছবি: আজকের পত্রিকা

‘২০১৪ সাল থাইক্যা কাচারিঘাটে একটা ব্রিজ বানানোর জন্য নেতা-প্রশাসনের কাছে দৌড়াদৌড়ি করতাছি। সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান স্যারও বলছিলেন, ব্রিজডা কইরা দিবেন। কিন্তু কেউ ব্রিজডা আর কইরা দিলেন না। ব্রিজডা অইলে এর ওপর দিয়া পার হইয়া মইরা গেলেও জীবনডা সার্থক ওইতো।’

আক্ষেপ করে কথাগুলো বলছিলেন চরগোবিন্দপুর গ্রামের ৯৪ বছর বয়সী কৃষক আইয়ুব আলী খান। সম্প্রতি ময়মনসিংহ মহানগরীর কাচারিঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদপাড়ে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘প্রতিদিন এদিক দিয়া চরাঞ্চলের ২০-৩০ হাজার মানুষ যাওয়া-আসা করে। নাউ দিয়ে পার হইতে গিয়া অনেক সময় দুর্ঘটনার মধ্যে পড়তে হয়। বিশেষ কইরা ছাত্রছাত্রীদের সমস্যাডা বেশি ওয়। এটা নিয়ে নেতা ও প্রশাসনের কাছে গিয়া কোনো লাভ ওইতেছে না।’

ব্রহ্মপুত্র নদের কাচারিঘাট দিয়ে চরাঞ্চলের দুই লক্ষাধিক মানুষের চলাচল। প্রতিদিন নৌকায় করে পারাপার হন প্রায় ২০ হাজার মানুষ। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত মানুষ পারাপারে চারটি নৌকা দুই শিফটে চলাচল করছে। ঝড়বৃষ্টির দিনে মানুষের ভোগান্তি বাড়ে কয়েকগুণ। স্বাধীনতার পর থেকে কাচারিঘাট এলাকায় একটি সেতু নির্মাণের দাবি উঠলেও তা বাস্তবায়ন হয়নি।

সেতুটি নির্মাণ হলে শহরের সঙ্গে চরবাসীর যোগাযোগের যেমন নতুন দিগন্ত উন্মোচিত হবে; তেমনি গতিশীল হবে অর্থনীতি—এমনটিই মনে করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ। তিনি বলেন, ‘কাচারিঘাটে একটি ব্রিজ হোক; সেই দাবিটা দীর্ঘদিন ধরে আমরাও করে আসছি। কারণ ব্রিজটা হলে চরাঞ্চলের মানুষের সঙ্গে শহরের মানুষের সম্পর্ক আরও জোরালো হবে। অর্থনৈতিকভাবে চরাঞ্চল আরও সমৃদ্ধ হবে।’

মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চরগোবিন্দপুর গ্রামের আনিসুজ্জামান সোহাগ বলেন, ‘একটা ব্রিজের কারণে চরাঞ্চলের মানুষ অবহেলিত। প্রতিদিন হাজার হাজার মানুষ কর্মের কারণে ঝুঁকি নিয়ে শহরে যাতায়াত করে। আমরা চাই সরকার যেন ব্রিজটি করার জন্য দ্রুত উদ্যোগ নেয়।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত টিভি
ESAITBD Sof-Lab UAE/BD