জগন্নাথপুরে পলাতক ৪ আসামী গ্রেপ্তার
জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী হাফিজুর (৪২), সাজ্জাদুর (৪০), সাহাবুর (৩৮) ও মুজিবুর (৪৪)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার পুলিশ পরিদর্শক ( ওসিতদন্ত) মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে এসআই মোঃ আল-আমিন, এসআই কবির আহমদ ও এএসআই এখলাছুর রহমান সহ একদল পুলিশ ১১ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার গন্ধর্বপুর গ্রাম নিবাসী মৃত আব্দুল সালাম এর ছেলে ননজিআর নং-৫৯/২৫ (জগন্নাথপুর) মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোঃ হাফিজুর রহমান (৪২), মোঃ সাজ্জাদুর রহমান (৪০), মোঃ সাহাবুর রহমান (৩৮) ও মোঃ মুজিবুর রহমান (৪৪) কে গ্রেপ্তার করেছেন। বর্ণিত গ্রেপ্তারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১২ ডিসেম্বর সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।