জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে দুই সন্তানের জননী নিখোঁজ
জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে দুই সন্তানের জননী বুলু(২৫) নামক এক নারী নিখোঁজ হয়েছেন।
৮ ডিসেম্বর রোজ সোমবার বেলা প্রায় দুই ঘটিকার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত রানীনগর গ্রাম নিবাসী আব্দুল হান্নান ওরফে কাছা মিয়ার মেয়ে হাসিনা বেগম ওরফে বুলু আক্তার (২৫) বসত বাড়ীর পাশে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। তাঁহার ছোট দুটি মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, হাসিনা বেগম ওরফে বুলু আক্তার (২৫) মানসিক ভারসাম্যহীন মৃগী রোগে আক্তান্ত রয়েছে। সে প্রায় সময় রানীগঞ্জ বাজারে বা আশে পাশের বাড়ীতে গিয়ে পাগলামী করতো তার বাবা প্রায় সময় ধরে নিয়ে এসে বাড়ীতে বেধে রাখতেন। মৃগী রোগে আক্তান্ত হওয়ারর তার খিঁচুনি দেখা দিত।
এ ব্যাপারে হাসিনা বেগম ওরফে বুল আক্তার এর পিতা আব্দুল হান্নান ওরফে কাছা মিয়া বলেন, আমার মেয়ে মানসিক রোগে আক্রান্ত রয়েছে। মাঝে মধ্যে মৃগী রোগ দেখা দিত। আজ দুপুর ২টার পর আমাদের বাড়ীর পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। আমরা প্রায় দুই ঘন্টা খোজাখুজি করেছি। কোন সন্ধান পাই নাই।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার তদন্ত ওসি মো. হাফিজুর রহমান বলেন, রানীনগর গ্রামের পাশে কুশিয়ারা নদীতে গোসলে নেমে মহিলা নিখোঁজ হয়েছে। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে দিয়েছি। তারা ডুবুরি টিম নিয়ে আসলে পরবর্তী আপডেট জানা যাবে।