সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির
সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের মধ্য রাজাশন এলাকায় দোয়েল বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায়ের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথি বিএনপি নেতা মোঃ ওবায়দুর রহমান অভি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার রোড ব্যবসায় কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক ছাত্রদল সভাপতি মোঃ ওবায়দুর রহমান অভি।
বক্তব্যে তিনি বলেন,সমবায় মানুষের স্বনির্ভরতার অন্যতম প্রধান মাধ্যম। দোয়েল সমবায়ের মতো প্রতিষ্ঠান যদি শক্তিশালী হয়, তাহলে সমাজে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ঐক্য আরও সুসংহত হবে।
তিনি আরও বলেন,রাজনীতি মানুষের কল্যাণের জন্য, আর সমবায় মানুষের স্বনির্ভরতার জন্য। এই দুই ক্ষেত্রের সমন্বয় সমাজকে বদলে দিতে পারে। দোয়েল সমবায়কে মডেল সমিতি হিসেবে গড়ে তুলতে আমি সব ধরনের সহযোগিতা করব।বিশেষ অতিথির বক্তব্য: নারী উন্নয়নে তানিয়া ইয়াসমিনের অঙ্গীকার
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মহিলা দলের বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জয়েন্ট সেক্রেটারি তানিয়া ইয়াসমিন।
তিনি বলেন,নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সমবায় ব্যবস্থা অত্যন্ত কার্যকর। নারীদের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে প্রশিক্ষণ, সহায়তা ও সুযোগ বৃদ্ধি করা জরুরি।
তিনি আরও যোগ করেন,দোয়েল সমবায়ের নারী সদস্যরা আজ যে আত্মবিশ্বাস নিয়ে কাজ করছেন, তা সমাজকে বদলে দিচ্ছে। আমি সবসময় তাদের পাশে থাকব।
সভাপতির বক্তব্যসভাপতি মোছাঃ নাছিমা বেগম বলেন,সমবায়কে আরও স্বচ্ছ, কার্যকর ও উন্নয়নমুখী করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। নতুন অর্থবছরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
অন্য অতিথি ও সদস্যদের অংশগ্রহণ
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ মেহেদী রানা শহীদ। সমিতির সকল সদস্যবৃন্দও গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত উপস্থাপন করেন।
সভায় গৃহীত সিদ্ধান্তবার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে
সঞ্চয় কর্মসূচি বৃদ্ধি সদস্যদের উন্নয়ন প্রশিক্ষণ নতুন বিনিয়োগ পরিকল্পনাসদস্য কল্যাণ তহবিল শক্তিশালীকরণ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠান শেষে অতিথি ও সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করা হয়।