সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ সময় দেখুন

বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ

স্বাধীনতার ৫৪ বছর পরও প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি এমন মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর হযরত মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেছেন, দেশে এখনও বৈষম্য, জুলুম ও অন্যায় চলছে। এসব অন্যায় থেকে মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আট দল গঠিত হয়েছে বলে তিনি জানান।

আজ (০৪ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ নগরের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি, জুলাই গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার কার্যকর, এবং নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফার বাস্তবায়ন দাবিতে আট দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে হযরত মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেন, আগামী দিনে আপনারা আমাদেরকে বিজয়ী করবেন। আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। আগামী সংসদ হবে ইসলামী সংসদ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলতে চাই, আপনারা বৈষম্য দূর করার নামে দায়িত্ব নিলেও নিজেরাই বৈষম্য তৈরি করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন তখনই হবে, যখন সচিবালয়সহ দেশের সব প্রতিষ্ঠান আল্লাহর আইন অনুযায়ী পরিচালিত হবে। ইসলামবিরোধী কোনো আইন চলবে না। বাংলাদেশের সব রাজনৈতিক দল একদিন ইসলামের পতাকার নিচে আসবে বলে আমরা বিশ্বাস করি। ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের স্টাইলে আর কোনো নির্বাচন চাই না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রধান উপদেষ্টাকে আমাদের পাঁচ দফা দাবি গ্রহণের আহবান জানাই।

বেলা ১২টা থেকে বিভাগের চার জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হন। নেতারা জানান, আগামী নির্বাচনে আট দলের বিজয় তাঁরা নিশ্চিত দেখছেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা হেদায়েত উল্লাহ হাদী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হাক্কানী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব হযরত মাওলানা মূসাবীন ইজহার প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD