বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী বিরল উপজেলা শাখা’র আয়োজনে বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর-২(বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, সহসভাপতি এড. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আখতারুজ্জামান বাদল, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আক্কারুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস প্রমূখ। মুনাজাত পরিচালনা করেন পৌর ওলামাদলের সভাপতি মাওঃ ফেরদৌস আলী, প্রমূখ।