নিউজ টুয়েন্টিফোর’র আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসন থেকে সর্বদলের সম্ভাব্য প্রার্থীদের সমন্বয়ে নির্বাচনের জনতার মুখোমুখি অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় ।
বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট ৪ জন সম্ভাব্য প্রার্থী স্ব-স্ব দলীয় নেতা-কর্মী ও অনুসারীদের সাথে নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি মূলক বক্তব্য রাখেন । এসময় জাতীয়তাবাদী বিএনপির দল থেকে ধানের শীষ প্রীতিকের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থী খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও খুলনা-১ আসন থেকে ৩ বার ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী নেতা আমীর এজাজ খান ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পার্থ দেব মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ও দাঁড়িপাল্লা প্রতিকের একক প্রার্থী মাওলানা আবু ইউসুফ এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন খুলনা জেলা কমিটির সহ-সভাপতি ও হাতপাখা প্রতিকের প্রার্থী মাওলানা আবু সাঈদ ।
জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন তাদের নির্বাচনে প্রার্থী ঘোষণা দিলেও বিএনপির পক্ষ থেকে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকায় এখন পর্যন্ত তাদের একক প্রার্থী ঘোষণা দিতে পারেনি । এসময় বিএনপির সম্ভাব্য প্রার্থী আমীর এজাজ খান বলেন, আমি মনোনীত পেতে শতভাগ আশাবাদী । আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনৈতিক মুক্তি ঘটবো । সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা পার্থ দেব মন্ডল বলেন, আমার দল নেতা রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নে এলাকায় কাজ করতে নির্দেশ প্রদান করেছেন । আমি সেই নিদের্শনা বাস্তবায়নে কাজ করছি ।
আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমি যদি নির্বাচিত হই তাহলে প্রথমে নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের জন্য টেকসই বেঁড়িবাঁধ নির্মান করবো । খুলনা থেকে সুন্দরবন পর্যন্ত একটি রাস্তা নির্মাণ, পানখালী ও পোদ্দারগঞ্জে দুটি ব্রীজ নির্মাণ করবো এখানে বিক্ষিপ্ত ভাবে ছোট বড় পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, এগুলোকে মনিটরিং মধ্যেমে আরো বেশি বেশি পর্যটন কেন্দ্র ও শিল্পকল কারখানা গড়ার পরিবেশ সৃষ্টি করবো। যাতে বেকার যুবক ও যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক মুক্তি লাভ করে ।
সর্বপরি এ অঞ্চলের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আবদ্ধ হয়ে আপনাদের সেবায় নিয়োজিত থাকবো । জামায়াতে ইসলামী বটিয়াঘাটা উপজেলা আমীর ও জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবু ইউসুফ বলেন, আমি নির্বাচিত হলে, যোগাযোগ ব্যবস্থা উন্নতি,মাদক মুক্ত সমাজ গড়তে বিপদগামী যুবকদের ফিরে এনে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবো। পাশাপাশি স্বাস্থ্য,শিক্ষা, সাংস্কৃতি, খেলাধুলা ও বিনোদনের জন্য পর্যটন কেন্দ্র এবং শিল্প কলকারখানা গড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করবো । বর্তমানে আমাদের দলের প্রতি ব্যাপক সাড়া পড়েছে ।
খুলনা (বটিয়াঘাটা) প্রতিনিধি ঃ রিপন রায়। ইসলামী আন্দোলন ও হাতপাখা প্রতিকের প্রার্থী মাওলানা আবু সাঈদ বলেন, আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে খুলনা -১ আসনকে মাদক মুক্ত করে বিপদগামী যুবকদের ফিরে এনে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করবো । পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা উন্নতি ও টেকসই বেঁড়িবাঁধ নির্মান করে নদী উপকূলীয় অঞ্চলে মানুষের বসবাসের নিশ্চিত করবো । এসময় স্ব-স্ব দলীয় নেতা-কর্মী ও অনুসারীরা উপস্থিত ছিলেন ।