বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান, পিপিএম।
সূত্র জানায়, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকা এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আউলাদের মোড় সীমান্ত পথে অভিনব কৌশলে ভারতীয় মদ, জিলেট ব্লেড ও প্রসাধনী সামগ্রী পাচারের চেষ্টা করছিল একটি চোরাকারবারি চক্র।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে ১টি ব্যাটারি চালিত ইজিবাইক, ১টি টয়োটা প্রাইভেটকারসহ ৪৩৯ বোতল ভারতীয় মদ, ৮৬ হাজার ৪০০ পিস জিলেট ব্লেড এবং ৭৫ পিস পন্ডস বিউটি ক্রিম জব্দ করে।
জব্দকৃত মদ ও পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৫ হাজার ৫০০ টাকা বলে জানা গেছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন,
“বিজিবি মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।