শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
জামালগঞ্জে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল রাণীশংকৈলে মৎস্যজীবী দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লিয়াকৈরে বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানের মতবিনিময় সভাকা সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল লালপুরে জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জ -১ আসনে মাহবুবুর রহমান এর পক্ষে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার বীরগঞ্জে খুচরা সার বিক্রেতাদের অধিকার আদায়ে সাধারণ সভা অনুষ্ঠিত ভালোবাসার বাঁধনে সাইজুদ্দিন আহমেদ! কালিয়াকৈর পৌরসভায় গণমানুষের হৃদয়ের দাবি: ‘আমরা তাঁকে মেয়র হিসেবে দেখতে চাই

সীমান্তে বিজিবির অভিযান: প্রায় অর্ধ কোটি টাকার মাদক ও চোরাচালানের পণ্য জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি ॥
  • আপডেটের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৪৯ সময় দেখুন

সীমান্তে বিজিবির অভিযান: প্রায় অর্ধ কোটি টাকার মাদক ও চোরাচালানের পণ্য জব্দ

ময়মনসিংহের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় মদ ও চোরাচালানের বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান, পিপিএম।

সূত্র জানায়, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকা এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আউলাদের মোড় সীমান্ত পথে অভিনব কৌশলে ভারতীয় মদ, জিলেট ব্লেড ও প্রসাধনী সামগ্রী পাচারের চেষ্টা করছিল একটি চোরাকারবারি চক্র।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে ১টি ব্যাটারি চালিত ইজিবাইক, ১টি টয়োটা প্রাইভেটকারসহ ৪৩৯ বোতল ভারতীয় মদ, ৮৬ হাজার ৪০০ পিস জিলেট ব্লেড এবং ৭৫ পিস পন্ডস বিউটি ক্রিম জব্দ করে।

জব্দকৃত মদ ও পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৫ হাজার ৫০০ টাকা বলে জানা গেছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন,

“বিজিবি মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।


অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD