মোহনগঞ্জে দিনে-দুপুরে ছুরি দিয়ে জখম
আসামীকে কোর্টে সোপর্দ
নেত্রকোণার মোহনগঞ্জে জয় আহম্মেদ (২২) কে ছুরি দিয়ে গুরুত্বর জখম করে অটো চালক আকাশ মিয়া (১৯)। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে থানা রোডে ওই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, জয় আহম্মেদ ফ্রেশ কোম্পানীর ভ্যান চালক হিসেবে চাকুরীরত। জয় আহম্মেদ পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার জয়নাল মিয়ার ছেলে। অপরদিকে আকাশ মিয়া মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া গ্রামের আবুল মিয়ার ছেলে। জয় আহম্মেদ ফ্রেশ কোম্পানীর ভ্যানগাড়ীতে মালামাল বহন করে এবং বিভিন্ন দোকানে ডেলিভারীর দেয়। ঘটনার সময় বসুন্ধরা মোড়ে যানজটের সৃষ্টি হয়। এ নিয়ে জয় ও আকাশের মধ্যে কথার তর্ক-বির্তক থেকে হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে জয় আহম্মেদকে ছুরি দিয়ে জখম করে। পরে লোকজন উদ্ধার করে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ওই ঘটনায় অটো চালক আকাশ মিয়াকে মোহনগঞ্জ থানা পুলিশ আটক করে। এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, মামলা হয়েছে এবং আসামীকে শুক্রবার কোর্টে সোর্পদ করা হয়েছে।