ফ্রান্সে বাংলাদেশি স্টুডেন্টস ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম (বিএসএফ) এর ২০২৫–২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ফ্রান্সের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও এলামনাইদের সমন্বয়ে ১৫ সেপ্টেম্বর এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি হয়েছেন সাইফুল আলম সবুজ (সায়েন্স-পো, কর্পোরেট স্ট্র্যাটেজি)। সহ-সভাপতি নূর জাহান শরীফা পূর্ণতা (আইএফএ প্যারিস, ফ্যাশন ডিজাইন) এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রাসেল (এসিলভ, সাইবার রেজিলিয়েন্স)। মুখপাত্রের দায়িত্বে থাকছেন চৌধুরী আল ফারাবী (প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন)।
এছাড়া, প্রধান সমন্বয়কারী ডালিয়া নিশাত (সরবোন বিশ্ববিদ্যালয়, কম্পিউটার নেটওয়ার্ক) এবং কোষাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ শাহ মোস্তফা তাশফিন (এসিলভ, সাইবারসিকিউরিটি অ্যান্ড ক্লাউড কম্পিউটিং)।
কমিটিতে আরও যুক্ত হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা—যারা প্রশাসন, পরিকল্পনা, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, ছাত্রকল্যাণ, আউটরিচ, কমিউনিটি এনগেজমেন্ট ও সাংস্কৃতিক কার্যক্রমের দায়িত্বে থাকবেন।
প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএসএফ ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা, ইন্টার্নশিপ, ভিসা সংক্রান্ত পরামর্শ এবং ফরাসি সমাজে একীভূত হওয়ার জন্য কাজ করছে। এছাড়া তারা সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের নেটওয়ার্ক শক্তিশালী করছে।
নবগঠিত কার্যনির্বাহী কমিটি (২০২৫–২৬)
১. সভাপতি: সাইফুল আলম সবুজ – মাস্টার ইন কর্পোরেট স্ট্র্যাটেজি, সায়েন্স-পো
২. সহ-সভাপতি: নূর জাহান শরীফা পূর্ণতা – ব্যাচেলর ইন ফ্যাশন ডিজাইন, আইএফএ প্যারিস
৩. সাধারণ সম্পাদক: তোফাজ্জল হোসেন রাসেল – মাস্টার ইন সাইবার রেজিলিয়েন্স, এসিলভ
৪. প্রধান সমন্বয়কারী: ডালিয়া নিশাত – মাস্টার ইন কম্পিউটার নেটওয়ার্ক, সরবোন বিশ্ববিদ্যালয়
৫. কোষাধ্যক্ষ: সৈয়দ মোহাম্মদ শাহ মোস্তফা তাশফিন – মাস্টার ইন সাইবারসিকিউরিটি অ্যান্ড ক্লাউড কম্পিউটিং, এসিলভ
৬. মুখপাত্র: চৌধুরী আল ফারাবী – মাস্টার ইন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়
৭. প্রশাসক: মিজানুর রহমান – মাস্টার ইন সাইবার রেজিলিয়েন্স, এসিলভ
৮. পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক: মো. শামীম বিন শহীদ – মাস্টার ইন হেলথ এআই, বোর্গোন বিশ্ববিদ্যালয় ইউরোপ
৯. আইটি ও যোগাযোগ সম্পাদক: মো. শাকিল চৌধুরী – মাস্টার ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এপিটা
১০. ইভেন্ট ও লজিস্টিকস সম্পাদক: সেলিম হোসেন – মাস্টার ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এপিটা
১১. আউটরিচ ও ক্যাপাসিটি বিল্ডিং সম্পাদক: মো. ইমরান হোসেন – মাস্টার ইন BIM, সরবোন ও এরাসমাস যুগ্ম মাস্টার
১২. শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: ওয়ালিদ ইসলাম – মাস্টার ইন সাসটেইনেবল ম্যানেজমেন্ট, বোর্গোন বিশ্ববিদ্যালয় ইউরোপ
১৩. ছাত্র কল্যাণ সম্পাদক: সাদমান তামজিদ হোসেন – মাস্টার ইন ফিজিক্স (PPM), সরবোন বিশ্ববিদ্যালয়
১৪. উপ-ছাত্র কল্যাণ সম্পাদক: মো. রাশাদুল ইসলাম – মাস্টার ইন ট্রান্সপোর্টেশন অ্যান্ড এনার্জি, INSA Hauts-de-France
১৫. সদস্যপদ সম্পাদক: রিহান তাহমিদ রায়হান – এমবিএ, ESCE
১৬. কমিউনিটি এনগেজমেন্ট সম্পাদক: ফারজানা রশনি অনন্যা – মাস্টার ইন ইনোভেটিভ ড্রাগস, বোর্গোন বিশ্ববিদ্যালয় ইউরোপ
১৭. নির্বাহী সদস্য: মুইন সরকার – এমবিএ ইন ফ্যাশন অ্যান্ড লাক্সারি ম্যানেজমেন্ট, কলেজ দে প্যারিস
১৮. নির্বাহী সদস্য: ওবায়দুল হক শাহিন – মাস্টার ইন পলিটিক্যাল সায়েন্স, প্যারিস ননতের বিশ্ববিদ্যালয়
১৯. নির্বাহী সদস্য: ইভা অধিকারী – মাস্টার ইন কন্ট্রোল সিস্টেমস অ্যান্ড আইটি, গ্রেনোবল আল্পস বিশ্ববিদ্যালয়
২০. নির্বাহী সদস্য: হাসনাত বিন সাঈদ – মাস্টার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এপিটা
২১. নির্বাহী সদস্য: মো. তানভীর আহমেদ – মাস্টার ইন পারচেজিং অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্যারিস বিজনেস স্কুল
২২. নির্বাহী সদস্য: মো. আজহারুল ইসলাম ইমন – মাস্টার ইন বিজনেস ইঞ্জিনিয়ারিং, মঁপলিয়ে বিশ্ববিদ্যালয়
নবগঠিত কমিটি ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি সাংস্কৃতিক ও একাডেমিক কর্মকাণ্ড আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে।