ছাতকে রাউলী জামে মসজিদের উন্নয়নে প্রবাসীর অনুদান
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের রাউলী জামে মসজিদের উন্নয়ন কাজে যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন শাখাওয়াত দুই লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে প্রবাসীর পক্ষ থেকে সাবেক মেম্বার মো. আব্দুর রহিম, সমাজকর্মী আবুল হোসেন, কয়েছ মিয়া ও গিয়াস উদ্দিন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ অনুদান তুলে দেন।
এ সময় মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
—
👉 এখন এটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি নিউজ আকারে ব্যবহার করতে পারবেন।