নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার
নড়াইল সদর থানার পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রকিবুজ্জামান পলাশ (৩৫), নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে। তিনি সদর পৌরসভার দুর্গাপুর এলাকা থেকে আটক হন।
গত বছর আগস্টে সদরের মালিবাগে ছাত্র আন্দোলন বিক্ষোভ চলাকালীন গুলি বর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে মামলা হয়। মামলায় ৯০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৪০০–৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রকিবুজ্জামান পলাশকে নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।