বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
সাভারে দৃপ্ত শপথে মানবাধিকার দিবস: অবিচার বিরোধী কণ্ঠস্বর আরও শক্তিশালী সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা অনুষ্ঠি নড়াইলের লোহাগড়ায় রুগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালাসহ সকল কার্যক্রম নিষেধাজ্ঞা ময়মনসিংহ মুক্ত দিবসের বর্ণাঢ্য আয়োজন নড়াইলে বালুবোঝাই লাটা গাড়ি চাপায় চালকের মৃত্যু মধ্যনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণা শুরু বিএনপি মনোনীত প্রার্থীর লালপুরে ভেজাল গুড়বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লক্ষ টাকা জরিমানা লালপুরে ভেজাল গুড়বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লক্ষ টাকা জরিমানা জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে দুই সন্তানের জননী নিখোঁজ

টুগেদার প্রকল্পের ২দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
  • আপডেটের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০৫ সময় দেখুন

টুগেদার প্রকল্পের ২দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা) এর টুগেদার প্রকল্পের পিয়ার হিউম্যানিটারিয়ান পার্টনারদের নিয়ে ২ দিন ব্যাপি ক্যাপাসিটি স্ট্রেংদেনিং প্ল্যান ওয়ার্কসপ সম্পন্ন হল সিলেট নিরভানা ইন হোটেল কমপ্লেক্সে।   জার্মান ফেডারেল ফরেন অফিস (জিএফএফও) এর আর্থায়নে ও মাল্টিজার ইন্টারন্যাশনাল এর সহযোগিতায়, গত ১৭,১৮ আগস্ট ২০২৫, ইরা টুগেদার প্রকল্পের পিয়ার হিউম্যানিটারিয়ান পার্টনারদের নিয়ে সিলেট নিরভানা ইন হোটেল কমপ্লেক্সে ২ দিন ব্যাপি ক্যাপাসিটি স্ট্রেংদেনিং প্ল্যান ওয়ার্কসপের শুভ উদ্ভোধন করেন ইরা’র নির্বাহী পরিচালক ডাঃ সাইকি ইসলাম এবং অংশগ্রহণকারী হিউমেনটারীয়ান পার্টনারদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য বক্তব্য রাখেন ইরা’র প্রধান উপদেষ্টা ফাহমিদা আক্তার। ভার্চুয়লী যুক্ত ছিলেন মাল্টিজার ইন্টারন্যাশনাল এর কান্ট্রি  প্রজেক্ট কোঅর্ডিনেটর মোঃ আরিফ দেওয়ান  এবং ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর, মোঃ কামরুজ্জামান। ওয়ার্কসপ সঞ্চালনা ও পরিচালনায় সহযোগীতা করেন  ইরা টুগেদার প্রকল্পের কোঅর্ডিনেটর প্রসূন রায়, মিল এন্ড ডুকুমেন্টেশন অফিসার অদিতি বিশ্বাস মৌ ও ফিন্যান্স এন্ড এডমিন অফিসার পুলক রিবেরিও।  প্লান ওয়ার্কসপে, হিউম্যানটারীয়ান পার্টনার উপমা’র নির্বাহী পরিচালক এম, এইচ, তালহা চৌধূরী, পদ্মা’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান ও ইউইআরডি’র ফিনান্স ম্যানেজার প্রদীপ দাশ নিজ নিজ সংস্থার পরিকল্পনা উপস্থাপন করেন। উপস্থাপিত তিনটি পরিকল্পনা নিয়ে উম্মোক্ত আলোচনা ও পর্যালোনা শেষে একটি যৌথ পরিকল্পনা চুড়ান্ত করা হয়।                                        দুই দিন ব্যাপি এই প্লান ওয়ার্কসপের সমাপনী পর্বে বক্তব্যে  ইরা’র নির্বাহী পরিচালক ডাঃ সাইকি ইসলাম বলেন,  যৌথভাবে তৈরীকৃত পরিকল্পনা,  প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে। পরিশেষে, সকল অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে প্লান ওয়ার্কসপ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।   এ বিষয় জানতে চাইলে, উপমার নির্বাহী পরিচালক এম, এইচ, তালহা চৌধুরী বলেন,  ’’সুনামগঞ্জ জেলায় টুগেদার প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে গত ১৫ মার্চ ২০২৫ ইং তারিখে  নির্বাচিত তিন এনজিও  উপমা, পদ্মাা, ইউইআরডি,  পিয়ার হিউম্যানটরীয়ান পার্টনার ও লীড হিউম্যানটারীয়ান পার্টনার ইরা এর মধ্যে এক সমঝোতা স্বাক্ষর অনুষ্টিত হয় এবং এমআই টুলসের মাধ্যমে পিয়ার হিউম্যানিটারিয়ান  পার্টনার এনজিও সমূহের এস্যাসমেন্ট কার্যক্রম সম্পন্ন করা হয়। তিনি আরও বলেন, পার্টনার এনজিও সমুহের ক্যাপাসিটি স্ট্রেংদেন করার জন্য ইরা টুগেদার প্রকল্পটি ২০২৭ ইং পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে।##

সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ২৪/৭/২৫

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD