ছাতকে ছাত্র-জনতার বিজয় মিছিল সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছাতক উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আগামী ৫ আগস্ট অনুষ্ঠিতব্য ছাত্র-জনতার বিজয় মিছিল সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে এ সভায় মিলিত হন।
সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ মহব্বত আলী এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা মোঃ ফখরুল আলম।
বক্তব্য দেন ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, পৌর আহ্বায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম তামিম, সালেক মাস্টার, মাসুম আহমদ, সুলতান মিয়া, আব্দুল করিম, কামাল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ কামাল উদ্দিন, মোস্তাক আহমদ সাদেক, হাজী আলা উদ্দিন রুমেন, ছমির উদ্দিন, আলমগীর হোসেন, ছালিক মিয়া, জাবেদ মিয়া, জাকির হোসেন, মীর এবাদ শামীম আহমদ, রহিম মিয়া, আব্দুল মমিন, মুরাদ আহমদ, মোঃ রফিক মিয়া, সুমন মিয়া, মোঃ নিজাম উদ্দিন এবং সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাকি মুহিতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সকলকে আগামী ৫ আগস্টের কর্মসূচি সফল করতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।