সিলেটে যাত্রা শুরু করলো বিথী মিউজিক স্কুল
সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘বিথী মিউজিক স্কুল’। শুক্রবার বিকেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে জনপ্রিয় কণ্ঠশিল্পী বিথী রাণী নাথ এই সংগীত শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ডা. জহিরুল হক অচিনপুরি। তিনি বলেন, “বিথীর মতো একজন প্রতিভাবান শিল্পীর নেতৃত্বে সংগীত শিক্ষা প্রতিষ্ঠান যাত্রা শুরু করায় আমরা আশাবাদী। তার এই উদ্যোগ ভবিষ্যতের শিল্পীদের গড়ে তুলবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ সিলেটের সম্পাদক ও মিডিয়াব্যক্তিত্ব মুজিবুর রহমান, গীতিকার জাকির শাহ, নাট্যকার এম কামরুল চৌধুরী, সংগীত পরিচালক নভেল আহমেদ আল-আমিনসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পেশাজীবী।
এছাড়াও উপস্থিত ছিলেন—গীতিকার সজল কান্তি ধর, জে আই রাজু খান, গিয়াস সানি, কবি ও সাংবাদিক জাকির হোসেন, শেখ ফাহিম, সংগীতশিল্পী এজাজ আহমেদ, ভিডিও নির্মাতা পাখী সোহেল, আব্দুল মতিন লাল, জয়ন্ত দাস, রাফিয়া বৃষ্টি, শংকর তালুকদার, নয়ন, সৃজনসহ আরও অনেকে।
বিথীর পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার বাবা শ্রী দ্বীপেন্দ্র দেবনাথ, মা দ্রৌপদী রানী নাথ, ভাই চন্দন ও খোকন দেবনাথ বিথীর এই উদ্যোগের জন্য গর্ব প্রকাশ করেন।
বিথী রাণী নাথ বলেন, “সংগীতচর্চাকে সঠিক পথে পরিচালনার জন্য এই স্কুলের উদ্যোগ নিয়েছি। নতুন প্রজন্মকে সংগীতে উৎসাহিত করাই আমার লক্ষ্য।”
অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন আরিফুল ইসলাম আরিফ। ব্যানার স্পন্সর ছিল K D Solutions LTD।