মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পাস শিক্ষার্থীদের সংবর্ধনা

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৫৩ সময় দেখুন

ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পাস শিক্ষার্থীদের সংবর্ধনা

ছাতকের হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ সালেহ আহমদ তালুকদার। পরিচালনায় ছিলেন শিক্ষক ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আইনুল ইসলাম ভূঁঞা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি রাকিবুর রহমান ও ছাতক থানার এসআই সিকান্দার আলী। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক।

আরও বক্তব্য দেন নোয়ারাই ইউনিয়নের সদস্য ফারুক আহমদ, আবুল খয়ের, ছাদিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মনির উদ্দিন, ভূমিদাতা সদস্য আব্দুল আহাদ, মোঃ জহুর আলী, জমিরুল ইসলাম। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন কাবির মিয়া, আমজাদ আলী, আজাদুর রহমান, জাবেদ আহমদ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রাকিবুর রহমান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD