মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, অভিযানে বিজিবি

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ::
  • আপডেটের সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৭ সময় দেখুন

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, অভিযানে বিজিবি

সিলেটের সীমান্তবর্তী এলাকায় চালানো বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩১ জুলাই) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিভিন্ন বিওপি-অধীন এলাকায় চালানো এ অভিযানে পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকারও বেশি।

অভিযান পরিচালিত হয় জেলার সীমান্তবর্তী সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, তামাবিল ও দমদমিয়া এলাকায়। এসব অঞ্চলে ছড়িয়ে থাকা চোরাইপণ্যের মধ্যে রয়েছে—সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ি, বাসমতি চাল, সুপারি, জিরা, সাবান, আদা, কিশমিশ, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেসওয়াশ, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফট ক্রিম, চা-পাতা ও নাইসিল পাউডার।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা জোরদার করার পাশাপাশি বিজিবির আভিযানিক কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। এরই অংশ হিসেবে এই বিপুল পরিমাণ পণ্য জব্দ সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল সংক্রান্ত বিষয়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণে কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহল বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এই ধরনের অভিযান সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান রোধে কার্যকর ভূমিকা রাখছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD