মোহনগঞ্জে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
দীর্ঘ বারো বছর পর উৎসবমুখর পরিবেশে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে উপজেলা বিএনপি’র সেলিম কার্ণায়েন সভাপতি ও গোলাম এরশাদুর রহমান সাধারণ সম্পাদক এবং পৌর বিএনপি’র জাহাঙ্গীর আলম সভাপতি ও গোলাম রব্বানী পুতুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি’র সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে দুইজন এবং পৌর বিএনপি’র সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। বেলা ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, জেলা যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান দুদু প্রমুখ। প্রথম অধিবেশনে উপজেলা কমিটির সাবেক আহবায়ক সেলিম কাণার্য়েন সভাপতিত্বে উদ্বোধক, প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও জেলা ও ময়মনসিংহ বিভাগের নেতারা বক্তব্য রাখেন। সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের ভোটে উপজেলা ও পৌর বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি বর্তমান উপজেলা বিএনপি’র আহবায়ক সেলিম কার্ণায়েন ২শ ৬৫ ভোট ও সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান ২শ ৭৫ ভোট পেয়ে নিবার্চিত হন। অন্যদিকে পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি ৩শ ২২ ভোট ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল ৩শ ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উদ্বোধক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক বলেন, দীর্ঘদিন পর হলেও আমরা স্বাধীনভাবে দলের সম্মেলন করতে পেরেছি। আমাদের নেতাকর্মীদের ওপর মামলা-হামলা নানা অত্যাচার-নির্যাতন করেছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এ সম্মেলনে নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও সু-সংগঠিত ও শক্তিশালী হবে।