সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীর মুক্তিযোদ্ধা,আরফান মিয়া সরদারকে,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। লোহার রড ও এঙ্গেল দিয়ে হামলা — গুরুতর আহত স্বামী, থানায় মামলা স্ত্রীর নিহারেন্দু চক্রবর্তী, কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত পশ্চিম বীরগাঁওয়ের দুর্দান্ত জয় জামালগঞ্জে উপদেষ্টার আশ্বাস টেন্ডার হলেই শুরু হবে জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সেতুর কাজ জমিয়তে উলামায়ে ইসলামের কুমিল্লা ৫ আসনের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারনা। নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে মিললো অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ নাসিরনগরে গোকর্ণ ওলামা ত্বালাবা ঐক্য পরিষদ গঠিত নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুরে দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

ময়মনসিংহে একজনের নামেই ৩ টি লাইসেন্স : লাইসেন্সধারীর বিরুদ্ধে অভিযোগ

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
  • আপডেটের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৬৯ সময় দেখুন
ময়মনসিংহে একজনের নামেই ৩ টি লাইসেন্স : লাইসেন্সধারীর বিরুদ্ধে অভিযোগ
ময়মনসিংহে একজনের নামেই ৩ টি লাইসেন্স : লাইসেন্সধারীর বিরুদ্ধে অভিযোগ

একদিকে চলছে দেশে অস্থিরতা, অন্যদিকে চলছে অসাধু কিছু লাইসেন্সধারীর লুটপাট। এর প্রতিকার চায় স্থানীয় সুশীল সমাজ। একজনের নামেই ৩ টি লাইসেন্স। অতচ নেই কোন দোকান। নেই কোন সঠিক ব্যবস্থা। এই লাইসেন্সধারী ডিলারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এর খবর পাওয়া গেছে। ঘটনাটি ময়মনসিংহ সদর উপজেলা ৪নং পরানগঞ্জ ইউনিয়নে।

জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের বাসিন্দা শৈনেল চন্দ্র সরকার। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের দোসর হওয়ায় তিনি নানান সুবিধা নিয়ে বিগত সময়ে। এখনো সুবিধা নিয়ে যাচ্ছেন অনায়েসে।

স্থানীয় ও একাধিক সুত্রে জানা যায়, শৈনেল চন্দ্র সরকার মেসার্স শিবনাথ এন্টারপ্রাইজ ব্যাবসা প্রতিষ্ঠান আছে দেখিয়ে ৩ টি লাইসেন্স করে তার নামে। ১। মাতৃ বীজ ভান্ডার বিএডসি সার ডিলার ২। শৈনেল ট্রের্ডাস চাউলের ডিলার খাদ্য বান্ধব ৩। শিবনাথ এন্টারপ্রাইজ এই ০৩টি লাইসেন্স তারই নামে।

অথচ তার কোন পাকা মোদির দোকান নেই, রেখা রানীর মাধ্যমে টিসিবির লাইসেন্স গুলো হয়ে তার অনেক সুপারিশ আছে এবং উনি জাতীয় পার্টি করে আওয়ামী লীগের সহচর, তাহার নামে বেনামে অনেক লাইসেন্স আছে যাহার পরিচালনা তিনি করেন যেমন মেসেজ মনোয়ারা ট্রেডার্স মেসার্স দিপক ট্রেডার্স যার পরিচালক শহীদ।

আর শহীদ আওয়মীলীগের এজহারভূক্ত আসামী ও আওয়ামীলীগের দোসর ময়মনসিংহ শহরে পলাতক অবস্থায় আছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে একজন মানুষ এত সুবিধা কিভাবে পাই তা নিয়ে জনসাধারণের মনে প্রশ্ন। সচেতন মানুষ এর সুষ্ঠ তদন্ত চাই।

এ বিষয়ে গত ২৪ জুন ২০২৫ তারিখ স্থানীয় রুবেল মিয়া ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্সের বরাবরে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোন তদন্ত হয়নি। এ ঘটনায় সঠিক তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে তার লাইসেন্স বাতিল সহ বিচার দাবী করেন স্থানীয় লোকজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD