ছাতকে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) পৌর শাখার দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে রবিবার এ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে বক্তব্য রাখেন, আব্দুল হাই আজাদ, এড. আলম উদ্দিন, হাজী আলী আমজাদ, নাজমুল হোসেন, আলা উদ্দিন, ফয়জুর রহমান, আব্দুল কাদির সেলিম, ইঞ্জিনিয়ার নোমান আহমদ, আব্দুস সাত্তার মামুন। শুরুতে পবিত্র কোর আন তেলাওয়াত করেন মাওলানা শরীফ উদ্দিন। উক্ত সন্মেলনে ছাতকে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। আব্দুল হাই আজাদ কে সভাপতি ও হুমায়ুন কবীর-কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সহ সভাপতি ফয়জুর রহমান, আলা উদ্দিন, কবির আহমেদ, সহ সাধারণ সম্পাদক নজমুল হোসেন, মো.আলী আমজাদ, আবু হেনা মো. তারেক, সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আজিমুল হক-কে। এ সংগঠনের অন্যান্যরা হলেন, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার ইব্রাহিম মোহাম্মদ সাদেক, আইন বিষয়ক সম্পাদক এড. আলম উদ্দিন, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক নাজমুল হাসান জুয়েল, অফিস সম্পাদক আব্দুল মোহাইমিন, সমাজ কল্যাণ সম্পাদক খলিলুর রহমান, এইচ আর ডি সম্পাদক জাকির হোসেন জুলন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইফুল আলম, পাঠাগার সম্পাদক এরশাদ আলী। নির্বাহী সদস্য বুরহান উদ্দিন, আফতাব উদ্দিন, মো.নাজিম উদ্দিন, রুহুল আমিন, সুনু মিয়া, আনোয়ার হোসেন, এমদাদুর রহমান, মোহাম্মদ আলী, রুকন উদ্দিন, ইউসুফ আলী, আব্দুল মুকিত ও মাওলানা শামীম আহমেদ।