ছাতকে তাহির প্লাজা ব্যাবসায়ী সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ মখলিছুর রহমান মুকুল’র যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে শনিবার রাতে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের চিলিস চাইনিজ রেস্টুরেন্টে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহির প্লাজা ব্যাবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শরীফ হোসেন সুরুজ ও জেনুইন’র পরিচালক আব্দুল জব্বার রনি পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক বাজার ব্যাবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ফার্মাসিস্ট আফসার উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক বাজার ব্যাবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল আলম মধু, তাহির প্লাজা ব্যাবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি আব্দুল্লাহ মিয়া, তাহির প্লাজা’র স্বত্বাধিকারী শরিফ আলম, সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য নেপাল চন্দ্র দাস, আব্দুল মুকিত, সদস্য পিন্টু দাস, রবিন আহমদ, রফিকুল হক, লায়েছ মিয়া, মনিকা প্লাজা ব্যাবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রুমেল চৌধুরী জনিসহ ব্যাবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইকবাল হোসেন, সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফিজ তাজিমুল ইসলাম, সংবর্ধনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম দিদার। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি কে ফুলের তোরা ও ক্রেষ্ট সহ বিভিন্ন উপহার সামগ্রী উপহার প্রদান করা হয় তাহির প্লাজা ব্যাবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে।