সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীর মুক্তিযোদ্ধা,আরফান মিয়া সরদারকে,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। লোহার রড ও এঙ্গেল দিয়ে হামলা — গুরুতর আহত স্বামী, থানায় মামলা স্ত্রীর নিহারেন্দু চক্রবর্তী, কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত পশ্চিম বীরগাঁওয়ের দুর্দান্ত জয় জামালগঞ্জে উপদেষ্টার আশ্বাস টেন্ডার হলেই শুরু হবে জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সেতুর কাজ জমিয়তে উলামায়ে ইসলামের কুমিল্লা ৫ আসনের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারনা। নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে মিললো অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ নাসিরনগরে গোকর্ণ ওলামা ত্বালাবা ঐক্য পরিষদ গঠিত নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুরে দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

ফুলবাড়িয়ায় জাতীয় ফল মেলা উদ্বোধন করেন- ইউএনও আরিফুল ইসলাম

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়াঃ
  • আপডেটের সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১১৬ সময় দেখুন

কৃষিই সমৃদ্ধি—দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫। গ্রীষ্মকালীন ফলের মৌসুম উপলক্ষে সারাদেশে একযোগে শুরু হওয়া জাতীয় ফল মেলার অংশ হিসেবে এই মেলা আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন জাতের দেশীয় হরেক রকমের ফল প্রদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা
পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বর্ণাঢ্য এই ফল মেলার উদ্বোধন করা হয়।
ফুলবাড়িয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ এর সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউপি চেয়ারম্যান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলা চলবে আগামী শনিবার (২১ জুন) পর্যন্ত। এতে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী স্থান পেয়েছে। আমন্ত্রিত অতিথিবৃন্দ ফল মেলার প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফলচাষ সম্পর্কে কৃষকদের উৎসাহ প্রদান ও পরামর্শ দেন।
বক্তারা বলেন, “ফলচাষের মাধ্যমে শুধু পুষ্টির চাহিদাই পূরণ হয় না, এটি কৃষি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক পরিকল্পনার মাধ্যমে ফল উৎপাদন আরও বাড়ানো সম্ভব।”
মেলায় ফল প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন স্টলে সচেতনতামূলক লিফলেটও প্রদর্শিত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD