রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে মিললো অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ নাসিরনগরে গোকর্ণ ওলামা ত্বালাবা ঐক্য পরিষদ গঠিত নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুরে দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন নিজ জন্মস্থানে আমি নেতা হয়ে আসিনি : খোরশেদ আলম শ্রীমঙ্গলে দুর্ধর্ষ চুরি, ৪ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেফতার পুলিশের দাবি ভোলাগঞ্জে সাদাপাথর লুট: ৫ জন আটক খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা রাজিবের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা ছাতকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

ময়মনসিংহের শম্ভুগঞ্জ পোস্ট অফিসে জানলার গ্রিল ভেঙে টাকা এবং সরকারি পেট সিল চুরির অভিযোগ

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
  • আপডেটের সময়: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৯০ সময় দেখুন
ময়মনসিংহের শম্ভুগঞ্জ পোস্ট অফিসে জানলার গ্রিল ভেঙে টাকা এবং সরকারি পেট সিল চুরির অভিযোগ
ময়মনসিংহের শম্ভুগঞ্জ পোস্ট অফিসে জানলার গ্রিল ভেঙে টাকা এবং সরকারি পেট সিল চুরির অভিযোগ

ময়মনসিংহের শম্ভুগঞ্জ পোস্ট অফিসে জানলার গ্রিল ভেঙে টাকা এবং সরকারি পেট সিল চুরির অভিযোগ

‎গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

‎ময়মনসিংহের শম্ভুগঞ্জ পোস্ট অফিসে ( ২২০৩) গতরাতে অফিসের পিছনের জানালা গ্রিল ভেঙে ভিতরে ঢুকে সরকারি সিল প্যাড , প্রয়োজনীয় কাগজপত্র এবং টেবিলের ড্রয়ারের তালা ভেঙে প্রায় ১৫ হাজার টাকার চুরির অভিযোগ উঠেছে। জানা যায় আজ সকালে ৯:০০ টায় সময় পোস্ট মাস্টার শামসুল আলম যখন তালা খুলে অফিসে ঢোকেন তখন দেখেন জালনা খোলা এবং জানালার গ্রিল নেই । অফিসের কাগজপত্র সব এলোমেলো ছিল।

অফিসের ভিতরে টেবিলের ড্রয়ার সেগুলো খোলা পাওয়া যায়। তখন ময়মনসিংহ পোস্ট অফিস এর বিভাগীয় সুপার রিপন রায়কে জানানোর পর তৎক্ষণাৎ জিডি করার পরামর্শ দেন, এবং পোস্ট অফিস পরিদর্শককে জানানো কথা বলেছেন। এই বিষয়ে শম্ভুগঞ্জ পোস্টমাস্টার সাক্ষাৎকার নিতে চাইলে নবজাগরণ টিভি সাংবাদিককে তিনি বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমি সাক্ষাৎকার দিতে পারবো না। ময়মনসিংহের শম্ভুগঞ্জ পোস্ট অফিস (২২০৩) একটি গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকায়।

‎এখানে পল্লী বিদ্যুৎ সদর দপ্তর অফিস, পিডিবি, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, এনজিও, ক্লিনিক, তিতাস গ্যাস অফিস, এবং চারটি জেলার সংযোগস্থলে এই পোস্ট অফিসের অবস্থান । যা একটি উপজেলা অফিসের চেয়েও বেশি কাজ থাকে। কিন্তু এই পোস্ট অফিসটি দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ অবস্থায় আছে । বর্ষার সময় বৃষ্টির পানিতে তলিয়ে যাই অফিস। এই পোস্ট অফিস অফিসে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার চলমান আছে। এবং সরকারের রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

কিন্তু এই পোস্ট অফিস টি কোন উন্নয়ন হচ্ছে না। এলাকাবাসী পোস্ট অফিস জরাজীর্ণ অবস্থায় থেকে মুক্তি পেতে চাই। তাই এলাকাবাসী ঊর্ধ্বত কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD