শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
হাওর ও নদী রক্ষা আন্দোলন বাংলাবাজার  ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন সিলেটে কিশোর গ্যাংলিডার বুলেট মামুন সহ তিন জনকে গ্রেফতার  করেছে পুলিশ কালিয়াকৈরে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণে মৃত্যু, গ্রেফতার-২ কুড়িগ্রামে পবিত্র কোরআন অবমাননা: অভিযুক্ত যুবকের বাড়ি ঘেরাও অপরাধ দমনে আপনাদের সবার সহযোগিতা চাই—অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ধোবাউড়ায় ভারতীয় ১৩০বোতল মদসহ ৩ মাদককারবারী আটক। শ্রীমঙ্গল থানায় একইসাথে সাবেক সার্কেলের বিদায় ও নবাগত সার্কেলের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত উপদেষ্টা ফাওজুল কবির মহাসড়ক পরিদর্শনে এসে নিজেই পড়ে গেলে যানজটে! ১২ কর্মকর্তাকে অফিস করা নির্দেশ মহাসড়কে তাহিরপুরে নারীদের নিয়ে যুবদল নেতা মাহবুবুর রহমানের উদ্যোগে উঠান বৈঠক লালপুরে সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ১২

ডাস্টবিন ও রাস্তাজুড়ে ময়লার স্তূপ : জনমনে তীব্র ক্ষোভ বর্জ্য-আবর্জনার শহর ময়মনসিংহ

মাহমুদুল্লাহ রিয়াদ
  • আপডেটের সময়: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩৪০ সময় দেখুন
ডাস্টবিন ও রাস্তাজুড়ে ময়লার স্তূপ : জনমনে তীব্র ক্ষোভ বর্জ্য-আবর্জনার শহর ময়মনসিংহ
ডাস্টবিন ও রাস্তাজুড়ে ময়লার স্তূপ : জনমনে তীব্র ক্ষোভ বর্জ্য-আবর্জনার শহর ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীর রাস্তাগুলোই যেন ডাস্টবিনে পরিনত হয়েছে। সে সাথে দেখা দিয়েছে জনমনে ক্ষোভ। এ শহর সিটি কর্পোরেশন হলেও কোন সুবিধাই পাচ্ছেনা নগরবাসি। প্রতিটি পাড়া-মহল্লার অলিগলির রাস্তাই শুধু নয় প্রধান প্রধান সড়কগুলোও ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। যত্রতত্র খোলাস্থানে রাস্তাজুড়ে ময়লার স্তূপ হওয়ায় এবং ছড়িয়ে ছিটিয়ে পড়ায় যান চলাচলসহ লোকজনের যাতায়াতে সমস্যা এখানকার নিত্যদিনের চিত্র।

সরেজমিনে দেখা যায়, ময়মনসিংহ নগরীর আমলা পাড়া মসজিদ সংলগ্ন, চরপাড়া মেডিকেল কলেজ রোড, শুম্ভুগঞ্জ মোড়, আটরো বাড়ি এলাকা, মেছুয়া বাজার, গাঙ্গিনাপাড় রোড, নজরুল সিটির, জিরো পয়েন্ট এলাকা, জয়নুল আবেদীন পার্ক, ব্রিজ মোড় এলাকাসহ অসংখ্য জায়গার সামনে গৃহস্থালি ও পয়বর্জ্যরে এলোমেলোভাবে ময়লা ফেলে অনির্ধারিত উম্মুক্ত ডাস্টবিনে পরিণত করা হয়েছে।

বিশেষ করে নগরীর জনবহুল ও গুরুত্বপূর্ণ জায়গায় জমে থাকা আবর্জনা দিনের পর দিন পরে থাকায় চরম দুর্ভোগে পড়েছে ময়মনসিংহ বাসী। পঁচা ময়লা থেকে দুর্গন্ধ ছড়িয়ে দূষণ ঘটে চারপাশের পরিবেশ। ফলে জনভোগান্তি দেখা দিয়েছে পুরো শহরে। দীর্ঘদিন থেকে এই পরিস্থিতি বিরাজ করলেও কর্তৃপক্ষ নির্বিকার থাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষই উল্লিখিত স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করেছে।

শহরে প্রবেশদ্বার জনবহুল ও গুরুত্বপূণ রাস্তা রেলওয়ে স্টেসন, হাসপাতালসহ বিভিন্ন ওয়ার্ডের ও লোকজনের চলাচলের অন্যতম সড়কগুলি নোংরা আবর্জনার ভাগাড় হয়ে পড়েছে। এতে যাতায়াতে অসহনীয় কষ্ট পোহাচ্ছে লোকজন। সাথে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ।

আরও পড়ুন: অপরদিকে মাসকান্দা বাস টার্মিনাল সংলগ্ন 

অপরদিকে মাসকান্দা বাস টার্মিনাল সংলগ্ন গেটের দু’পাশে মূল সড়কেই গড়ে উঠেছে স্থায়ী উম্মুক্ত ডাস্টবিন। যাত্রীসহ স্কুলের শিশু শিক্ষার্থী, শিক্ষকরা দোকানদার ও পথচারীরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে।

এলাকায় সড়কের ওপর আবর্জনার বিশাল স্তূপ। জনবহুল এলাকা এবং ব্যস্ততম সড়ক হওয়ায় প্রতিমুহূর্তে অকল্পনীয় ভোগান্তি সইতে হচ্ছে পথচারিদের। ওই নোংরার রোগজীবাণু যানবাহনের চাকা আর লোকজনের পায়ে পায়ে শহরময় ছড়িয়ে পড়ছে স্বাস্থ্য ঝুকিতে পরছে জনজীবন।

এ বিষয়ে সিটি কর্পোরেশনের এ পরিচ্ছন্নতা কর্মচারী নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, শহরেই সব কাজই রাস্তায় হয়। তাই রাস্তায় ময়লা আবর্জনা থাকলে সমস্যা কি? প্রতিদিনের জঞ্জাল তো দৈনন্দিনই সরিয়ে ফেলা হয়। অনেক সময় বিকাল গড়িয়ে যায় এই আর কি। এতটুকু সহ্য করতে হবে।

এ প্রসঙ্গে প্রশাসক মফিদুল আলম বলেন, যতটুকু আমি জেনেছি, আমি চেষ্টা করব দ্রুত সমাধান দেয়ার। যাচাই করে দেখি কোন কোন এলাকায় ডাস্টবিন আছে। ডাস্টবিন থাকার পরও যদি রাস্তায় ময়লা আবর্জনা ফেলে তাহলে দেখে ব্যবস্থা নেয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD