বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন(ডিএমাইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিয়াকৈরে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জগন্নাথপুরে শিক্ষক এর মারপিঠে ছাত্রী রক্তাক্ত আহত, এলাকায় সমালোচনার ঝড় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন আসাদ খোকন মোহনগঞ্জে মাদকসহ আটক- ২ দিনাজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণার উদ্বোধন কাহারোলে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ…. দিনাজপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: সিনিয়র জেলা ও দায়রা জজ দুই দিনে তিন আওয়ামীপন্থী নেতা গ্রেফতার নাসিরনগরে দমন-নিপীড়নের মুখে এক সাহসী মুখ—নবীন”

মোহনগঞ্জে মডেল মসজিদের সহকারী ইমামের ওপর হামলা

রিংকু রায় : মোহনগঞ্জ, নেত্রকোণা।
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২২৯ সময় দেখুন

নেত্রকোণার মোহনগঞ্জ মডেল মসজিদের সহকারী ইমাম হাফেজ মোঃ সাইদুর রহমানের (৩২) ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার রাতেই মোহনগঞ্জ থানায় সাইদুর রহমান বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে ৮/১০ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের আলোকদিয়া ব্রীজের উপরে এ ঘটনা ঘটে। আহত সাইদুর রহমান বারহাট্টা উপজেলার ধারাম গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি এক বছরের বেশি সময় ধরে মোহনগঞ্জ মডেল মসজিদে সহকারী ইমাম পদে দায়িত্ব পালন করছেন। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মডেল মসজিদের ইমামসহ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আলোকদিয়া ব্রীজের ওপর চা খাওয়ার জন্য যান সাইদুর। চা খাওয়া শেষে অন্যরা চলে গেলে তিনিও রওনা হওয়ার জন্য মোটরসাইকেলে উঠেন। এমন সময় ৮-১০ জনের একদল যুবক সাইদুরের ওপর হামলা চালায়। তাকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে কিল-ঘুষি ও পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এক পর্যায়ে তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালান। তবে তার ব্যবহৃত মোটরসাইকেল ও চাবি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে উপস্থিত লোকজন তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগী সাইদুর রহমান বলেন, হামলাকারীদের দুজনকে আমি চিনতে পেরেছি। এ ঘটনায় থানায় মামলা করা হবে। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে থাকা সহকারী ইমামের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুতই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD