ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
সততা ও ইনসাফের ভিত্তিতে জনগণের সেবায় কাজ করার অঙ্গীকার মাওলানা কামরুল আহসান এমরুলের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জামায়াতে ইসলামী দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল আহসান এমরুল।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ময়মনসিংহ-৪ সদর আসনের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের হাত থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি।
মনোনয়নপত্র সংগ্রহকালে তার সঙ্গে জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর ও জেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের নেতা-কর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। নেতা-কর্মীদের উপস্থিতিতে নির্বাচনী আমেজ ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, “আমি শতভাগ আশাবাদী যে, ময়মনসিংহ-৪ সদর আসনের জনগণ ন্যায়, সততা ও যোগ্যতার পক্ষে রায় দেবেন। নির্বাচিত হতে পারলে মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা বাস্তবায়নে কাজ করবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমি ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী নই। জনগণের প্রতিনিধি হয়ে তাদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা সংসদে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষাব্যবস্থা শক্তিশালীকরণ, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।”
এ সময় তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য, ময়মনসিংহ-৪ সদর আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত। এই আসনে নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।