ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত।
ধোবাউড়ায় বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যােগে বৃহস্পতিবার বাঘবেড় গ্রামীণ ব্যাংক শাখার অফিসে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সুধী সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সুধী সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর জোনের জোনাল ম্যানেজার মোঃ এমদাদুল হক, জোনাল অডিট অফিসার মোঃ আনোয়ারুল হক,এরিয়া ম্যানেজার মোছাঃ হাফসা বেগম। আয়োজিত সুধী সমাবেশে বক্তারা বলেন দেশের বিভিন্ন জায়গায় গ্রামীণ ব্যাংকে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় কেউ যেন, বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানান ।
গ্রামীণ ব্যাংক ১৯৮৩সাল থেকে যাত্রা শুরু করে, গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে খুদ্র ঋণ দানের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। যা এখনো চলমান রয়েছে। উপস্থিত সুধী জনের উদ্দেশ্য বলেন অন্যান্য ব্যাংকের তুলনায়, গ্রামীণ ব্যাংকে টাকা জমা রাখা বেশি লাভজনক , এবং খুব সহজেই টাকা উত্তোলন করা যায়। সকলকে গ্রামীণ ব্যাংকে লেনদেন করার জন্য আহ্বান জানান। এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।
সার্বিক সহযোগিতায় বাঘবেড় ইউনিয়ন গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজার মোঃ আব্দুলাহ আল মামুন।