বিরলের কালিয়াাগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতিগ্রস্থদের সহায়তায় উপজেলা প্রশাসন
বিরল উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাত সাড়ে ১২ টায় প্রায় ১৫ টি দোকান ঘর আগুনে ভূস্মিভূত হওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ হতে সহায়তা প্রদানে কিছুটা স্বস্তি ফিরেছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক উপজেলা প্রশাসনের পক্ষ হতে জরুরী সহায়তা পৌঁছে দেন ক্ষতিগ্রস্থদের হাতে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আরিফুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, ইউনিয়ন পরিষদের উপপ্রশাসনিক কর্মকর্তা মোঃ ইব্রাহিমসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম দ্রুত পর্যাপ্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসনের প্রতি।