সেবা উন্নয়নে ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে বিশ্রামাগার ও গণশৌচাগার উদ্বোধন
ময়মনসিংহ জেলার সদর সাব রেজিস্ট্রি অফিসে জনগণের সেবা সুবিধা বাড়াতে নির্মিত নতুন বিশ্রামাগার ও গণশৌচাগার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়নমূলক অবকাঠামোর উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি পথিক কুমার সাহা বলেন,
“রেজিস্ট্রি অফিসে প্রতিদিন বহু মানুষ আসে। তাদের আরামদায়ক বিশ্রাম ও পরিচ্ছন্ন শৌচাগার সুবিধা নিশ্চিত করা ছিল জরুরি। এই নতুন অবকাঠামো সেবা গ্রহণে আগত মানুষের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে আনবে।”
নতুন বিশ্রামাগার ও গণশৌচাগার নির্মাণে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করেছেন সদর সাব-রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান। তাঁর উদ্যোগ ও ব্যক্তিগত প্রচেষ্টায় আধুনিক সুবিধাসম্পন্ন এ স্থাপনা বাস্তবায়িত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার সকল সাবরেজিস্ট্রার ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা রাখেন সদর সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত সকল দলিল লিখক।
নতুন সুবিধা চালুর ফলে রেজিস্ট্রি অফিসে আগত সাধারণ মানুষের জন্য সেবা গ্রহণের পরিবেশ আরও সহজ, উন্নত ও মানবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।