নন্দীগ্রামে থালতা থেকে চাঁনপুর রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন সাবেক এমপি; মোশারফ হোসেন
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতা থেকে কালাসিংড়া মধ্যে বাঁশো বাজার দিয়ে চানপুর পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির শেষে আনুষ্ঠানিকভাবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে মোশারফ হোসেন বলেন; এই সড়কটি পাকাকরণ ছিল এলাকাবাসীর বহুদিনের প্রত্যাশা।সড়কটির সম্পন্ন হলে মানুষের দৈনন্দিন যাতাযাত আরো সহজ হবে, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি পণ্য পরিবহন এবং শিক্ষা কার্যক্রমে গতি আসবে।
সে সময় উপস্থিত ছিলেন; নন্দীগ্রাম উপজেলার বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন,নন্দীগ্রাম উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান(প্যানেল-১) শামসুর রহমান, থালতা মাঝগ্রাম ইউনিয়নের (প্যানেল-২) চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন,৯নং ওয়ার্ড ইউপি সদস্য কায়ছার আলী, থালতা মাঝগ্রাম ইউনিয়নের বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ,মোস্তফা আলী সহ বিএনপি,কৃষকদল,ছাত্রদল যুবদল,স্বেচ্ছাসেবীদল সহ বিভিন্ন দলের নেতাকর্মীবিন্দু ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন