মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ
গ্রেফতার- ১নেত্রকোণার মোহনগঞ্জে রাউৎপাড়া থেকে স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামী অনিম দে প্রত্যয় (২২) কে গ্রেফতার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। শনিবার তাকে নেত্রকোণা কোর্টে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, নয়ন দে এর পুত্র অনিম দে প্রত্যয় এর সাথে সুষেন সাহার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত দেড় বছর ধরে তাদের ওই সম্পর্ক। পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাউৎপাড়া এলাকার বাসিন্দা সুষেন সাহার কন্যা মুন সাহা (১২) কে বাসায় না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ শুক্রবার সন্ধ্যায় একই এলাকার নয়ন দে এর বাসায় অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রী মুন সাহাকে উদ্ধার এবং আসামী অনিম দে প্রত্যয়কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, অপহরণ মামলায় আসামী অনিম দে প্রত্যয়কে শনিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে। অপরদিকে অপহৃত মুন সাহাকে মেডিকেল পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক হাসপাতালে পাঠানো হয়