বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ফুলপুর তারাকান্দায় শুক্রবার বিভিন্ন মসজিদে ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ফুলপুর উপজেলার রুপসী ইউনিয়নের রুপসী বাজার জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ শেষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনের বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক জননেতা মোতাহার হোসেন তালুকদার।
এছাড়াও তারাকান্দা উপজেলায় ঢাকুয়া ইউনিয়নে ময়মনসিংহ উত্তর মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিবের নেতৃত্বে দোয়া মাহফিল এবং তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজি আব্দুল বাতেনের নেতৃত্বে তারাকান্দা সদরের বড় মসজিদে দোয়া মাহফিল ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদ উল্লাহ আসাদের নেতৃত্বে কামারিয়া ইউনিয়নে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল এবং তারাকান্দা সদর ইউনিয়নে উপজেলা ওলামা দলের সাবেক আহবায়ক আতিকুল ইসলাম নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।