রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের আদর্শ পাড়া গ্রামের কৃষক ইউনুছ আলীর ঘরবাড়ি আগুনে পুড়ে তার স্বপ্ন ধুলিসাৎ করে দিয়েছে দূর্বৃত্তরা।
আগুনে পুড়ে ২টি ঘর,২টি গরু,৬টি ছাগলসহ সব কিছু ভস্মিত হয়েছে। বুধবার গভীর রাতে কে কাহারা তার ঘর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন।
ইউনুছ জানান,গ্রামের শালিসি বৈঠক শেষে রাত সাড়ে বারটার দিকে
তিনি ঘুমিয়ে পড়েছেন।রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে প্রতিবেশীর হাক ডাকে উঠে দেখেন তার ৩টি ঘরের মধ্য ২টি ঘর ও ঘরে রাখা গবাদি পশুসহ সব পুড়ে ছাই হয়েছে।
তিনি আরও জানান,তার বাড়ির পাশের পাটকাঠিতে (শোলা) আগুন লাগিয়ে ঘর জ্বালিয়ে দিয়েছে সেটি লক্ষ করা গেছে।
আগুনে পুড়ে তার ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
আতাউর রহমান
০১৭১৬৩৪৩০৯৩