রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ সময় দেখুন

ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ময়মনসিংহ সাহিত্য সংসদের ২০২৫-২০২৮ মেয়াদের জন্য ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এতে ছড়াকার সরকার জসীম সভাপতি এবং জুবায়েদ ইবনে সাঈদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল (৩ ডিসেম্বর) বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড়ার লহরী রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই কমিটির নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন সহ-সভাপতি আলম মাহবুব, নাঈমুল করিম ও মাহমুদ বাবু, সহ-সাধারণ সম্পাদক আহমদ শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাফিসা মাহজাবীন দোলা,
কোষাধ্যক্ষ মোঃ নাঈম, সাংস্কৃতিক সম্পাদক স্বর্ণা চাকলাদার,
প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজালুন্নেছা রুমি, দপ্তর সম্পাদক হাসান রাকিব, শিল্প সম্পাদক আনোয়ারুল হাকিম পল্লব।

নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন, আসাদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, মুজাহীদুল ইসলাম নাজিম, আহম্মেদ শরীফ মামুন, তারেক আহসান, পারভেজ শিহাব ও রাশিদ আহমেদ নিসর্গ।

অনুষ্ঠানে উপস্থিত দেশবরেণ্য কবি সোহরাব পাশা বলেন,।ময়মনসিংহ সাহিত্য সংসদ দেশের সাহিত্যচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। নতুন কমিটি তরুণদের সৃজনশীলতা জাগিয়ে তুলবে বলে আমার বিশ্বাস।

বিএনপি নেতা শামীম আজাদ বলেন, রাজনীতির বাইরে সাংস্কৃতিক সংগঠনগুলো সমাজকে আলোকিত করে। ময়মনসিংহ সাহিত্য সংসদের নতুন নেতৃত্ব সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

কবি রওশন ঝুনু বলেন, এই কমিটি নারী-পুরুষ সবার অংশগ্রহণে সাহিত্যচর্চার ক্ষেত্রকে আরও বিস্তৃত করবে। তরুণদের জন্য এ সংসদ হবে এক মূল্যবান শিক্ষার জায়গা।

ময়মনসিংহ সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী তার বক্তব্যে বলেন, সংস্থার দীর্ঘ ইতিহাস রয়েছে। নতুন কমিটি সেই ঐতিহ্য ধরে রেখে সাহিত্যচর্চাকে আরও এগিয়ে নেবে বলে আমি আশাবাদী।

নবনির্বাচিত সভাপতি সরকার জসীম বলেন, আমরা সাহিত্যকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে চাই। সবাইকে নিয়ে একটি কার্যকর, সৃজনমুখী ও উদ্যমী কমিটি গঠিত হয়েছে।

সাধারণ সম্পাদক জুবায়েদ ইবনে সাঈদ বলেন, আগামী তিন বছর আমরা সাহিত্যকেন্দ্রিক আয়োজন, প্রকাশনা, কর্মশালা ও তরুণ কবি-লেখকদের সুযোগ তৈরির মাধ্যমে ময়মনসিংহকে সাহিত্যনগরী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD