রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
  • আপডেটের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ সময় দেখুন

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে। ছোট্ট কয়েকটি রুমের মধ্যে চলছে পুলিশ সদস্যদের থাকা-খাওয়াসহ অফিসের কার্যক্রম। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, অপরদিকে নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরুর পর প্রায় ৫ বছর ধরে বন্ধ রয়েছে কাজ। দ্রুত ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের।
নড়াইল সদর উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় এক ভাড়া বাড়িতে চলছে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের কার্যক্রম। যেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ২৩ জন সদস্য বর্তমানে কর্মরত রয়েছেন। নিজস্ব ভবন না থাকায় চরম বিপাকে পড়েছেন এখানকার কর্মরতরা।
তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের সহাকারী উপ-পরিদর্শক (এএসআই) গৌরাঙ্গ বলেন, ভবনটির চারপাশে নেই কোনো সীমানা প্রাচীর, আশেপাশে ঝোপ জঙ্গলে ভরা। চারপাশেই পানি থৈ থৈ করছে। ভবনের ছোট ছোট রুমগুলোতে তিন চারটি করে বেড (খাট) রাখা হয়েছে। তিনটি বেডে চারজন করে থাকতে হচ্ছে।
সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম বলেন, দ্বিতীয় তলায় টিনের ছাউনির নিচে পলেথিন দিয়ে বসবাস করছি, বর্ষাকালে পানি পড়ে। অনেক সময় রুমের মধ্যে সাপ, ব্যাঙও চলে আসে। এমন অবস্থার মধ্যে বসবাস করছি।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, আমরা ২৩ জন সদস্য এখানে কর্মরত রয়েছি। থাকতে অনেক সমস্যা হয়। নতুন ভবন পেলে সরকারি কাজে আরও গতি বাড়বে।
এদিকে, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মু. সরোয়ার হোসেইন জানান, নড়াইল সদর উপজেলার ব্যাতেঙ্গা এলাকায় দুই একর জমির ওপর ৫ কোটি ৬৮ লাখ টাকা ব্যায়ে ২০২০ সালে তুলারামপুর হাইওয়ে থানার নির্মাণ কাজ শুরু হয়। ২০২১ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের বিল প্রদানের জন্য আবেদন জানালে তাদেরকে কোনো অর্থ দেওয়া হয়নি। পুলিশের কার্যক্রম
যার কারণে ঠিকাদারদারি প্রতিষ্ঠান কাজ করতে অপারগতা প্রকাশ করে গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দেয়। এরপর থেকে দীর্ঘ ৫ বছর ধরে বন্ধ রয়েছে ভবন নির্মাণ কাজ। সম্প্রতি পূর্বের ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে নতুন করে টেন্ডার হয়েছে। যা প্রায় ৪ কোটি টাকা ব্যয় হাইওয়ে থানার ভবন নির্মাণ করা হবে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে বলে জানান তিনি।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD