মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে রিয়াদ হত্যার প্রতিবাদে ব্রিজ মোড়ে টানা আন্দোলন—অবশেষে আলোচিত আসামি ইমন গ্রেফতার মোহনগঞ্জে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি বার্ষিক পরীক্ষা বেহালদশা নন্দীগ্রামে উপজেলার কৃষকদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল লালপুরে ট্রাকচাপায় শিশুর করুণ মৃত্যু সাভারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈর কংক্রিট মিক্সার গাড়ির চাকায় পৃষ্ট হয়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু বেগম খালেদা জিযার রোগ মুক্তির কামনায় বিএনপির প্রার্থী আনিসুল হকের দোয়া ও আলোচনা সভা খালেদা জিয়ার সুস্থতা কামনায় কয়ছর এম আহমদ এর নির্দেশনায় জগন্নাথপুরে মিলাদ ও দোয়া মাহফিল কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাব সমিতির উদ্যোগে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন উদ্দেশ্যমূলক অপপ্রচারের শিকার বাবুল মিয়া

ময়মনসিংহে রিয়াদ হত্যার প্রতিবাদে ব্রিজ মোড়ে টানা আন্দোলন—অবশেষে আলোচিত আসামি ইমন গ্রেফতার

রিপোর্টার নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২১ সময় দেখুন

ময়মনসিংহে রিয়াদ হত্যার প্রতিবাদে ব্রিজ মোড়ে টানা আন্দোলন-অবশেষে আলোচিত আসামি ইমন গ্রেফতার

ময়মনসিংহে রিয়াদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিজ মোড় এলাকায় কয়েকদিন ধরে চলমান আন্দোলনের প্রেক্ষিতে অবশেষে গ্রেফতার হয়েছে আলোচিত আসামি ইমন। মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিব্বিরুল ইসলাম।

ওসি শিব্বিরুল ইসলাম বলেন, “রিয়াদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও অন্য কারা জড়িত থাকতে পারে-তা খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।” তিনি আরও জানান যে, ইমনকে একজন ছিনতাইকারী হিসেবে শনাক্ত করা হয়েছিল এবং দীর্ঘ অনুসন্ধানের পর তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

রিয়াদকে নির্মমভাবে হত্যার ঘটনার পর থেকেই সাধারণ মানুষ ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে ব্রিজ মোড়ে ধারাবাহিক প্রতিবাদ ও মানববন্ধন করে আসছিল। তাদের দাবি ছিল-দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি। ইমনের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে স্বস্তির সঞ্চার হয়।

স্থানীয়রা জানান, রিয়াদের মতো একজন সাধারণ ও পরিশ্রমী যুবককে হত্যা করার পর দীর্ঘদিন ধরে তারা আতঙ্ক এবং ক্ষোভে ছিলেন। অবশেষে প্রধান আসামির গ্রেফতারের মাধ্যমে ন্যায়বিচারের পথ আরও একধাপ এগোল বলে মনে করছেন তারা।

এদিকে পুলিশ জানিয়েছে, মামলার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। হত্যাকাণ্ডটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং শিগগিরই পুরো ঘটনার মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করছে তদন্ত সংস্থা।

রিয়াদ হত্যার ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহে যে ধরনের উত্তেজনার সৃষ্টি হয়েছিল, ইমনের গ্রেফতার সেই পরিস্থিতি কিছুটা শান্ত করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD