মোহনগঞ্জে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি
বার্ষিক পরীক্ষা বেহালদশা
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৮৯টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। এদিকে মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তবে সহকারি শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি পালন করায় শুধুমাত্র প্রধান শিক্ষকরা অভিভাবকের সহায়তায় ওই পরীক্ষা নিচ্ছেন। মঙ্গলবার সকালে সরেজমিন দেখা গেছে, অভিভাবকের প্রচন্ড চাপে দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান একাই বার্ষিক পরীক্ষা নিচ্ছেন। এসময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পরীক্ষা ৬ কক্ষে একযোগে গ্রহণ করা হয়। একই দৃশ্য ১নং মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন একাই বার্ষিক পরীক্ষা নিচ্ছেন। এসময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পরীক্ষা ৩ কক্ষে একযোগে গ্রহণ করেন। অপরদিকে বিদ্যালয়ের সহকারি শিক্ষক কমনরুমে বসে কর্মবিরতি পালন করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন জানান, কর্মবিরতি সত্ত্বেও অনেক প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেয়া হচ্ছে এবং কোন কোন বিদ্যালয়ে পরীক্ষা হয়নি তা যাচাই চলছে