ফুলপুরে ফুটবল টুর্নামেন্ট……
ভালো খেলোয়ার দেশের জন্য সুনাম বয়ে আনে..
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চর গোয়াডাঙ্গা ফাযিল ডিগ্রী মাদ্রাসার মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে এলাকার যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা মোতাহার হোসেন তালুকদার।
খেলা উদ্বোধনকালে প্রধান আতিথি মোতাহার হোসেন তালুকদার,বক্তব্যে বলেন,লেখাপড়ার পাশাপশি খেলাধুলার বিকল্প নেই,একজন ভালো খেলোয়ার দেশের জন্য সুনাম বয়ে আনে,আমাদের ময়মনসিংহের ছেলেরাও জাতীয় ক্রিকেট দলে রয়েছে। তাই লেখাপড়ার পাশাপাশি সকল প্রকার খেলাধুলার ব্যবস্থা করতে হবে। আপনার খেলাধুলার ব্যবস্থা করে আমাকে বলবেন খেলার সকল সরঞ্জামআদি আমি দিবো। এ সময় তিনি ক্রিকেট খেলার সরঞ্জাম বিতরণ করেন।
খেলায় আরও উপস্থিত ছিলেন রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান সরকার রোকন,যুগ্ম আহবায়ক এফ.এফ পলাশ সরকার ও বিএনপি, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।