ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে জেলা প্রশাসক মুফিদুল আলমকে বিদায় সংবর্ধনা
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে জেলা প্রশাসক (ডিসি) জনাব মুফিদুল আলম মহোদয়কে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।
দীর্ঘ সময় ধরে ময়মনসিংহ জেলার প্রশাসনিক দায়িত্ব পালনের সময় তিনি উন্নয়ন, সুশাসন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক ব্যবহারে সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে তিনি বিশেষ সুনাম অর্জন করেছেন।
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মুফিদুল আলমের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং তাঁর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।