মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় ময়মনসিংহে বিএনপি ও মুক্তিযোদ্ধা দলের বিশেষ দোয়া মাহফিল তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে জেলা তথ্য অফিস, ময়মনসিংহের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত ধোবাউড়ায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের কর্মবিরতি পালন। বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও এতিমদের খাবার বিতরণ  লালপুরে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে প .প কর্মীদের কর্মবিরতি কালিয়াকৈর উপজেলার মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত মোহনগঞ্জে পাইলট স্কুলে ভোজনে নেই কর্মবিরতি ! ময়মনসিংহে রিয়াদ হত্যার প্রতিবাদে ব্রিজ মোড়ে টানা আন্দোলন—অবশেষে আলোচিত আসামি ইমন গ্রেফতার মোহনগঞ্জে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি বার্ষিক পরীক্ষা বেহালদশা নন্দীগ্রামে উপজেলার কৃষকদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলমকে বিদায় সংবর্ধনা দিলেন সাংবাদিক সমাজ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬৮ সময় দেখুন

ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলমকে বিদায় সংবর্ধনা দিলেন সাংবাদিক সমাজ

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ) ও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন এর যৌথ উদ্যোগে বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মফিদুল আলমকে এক আন্তরিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এই অনাড়ম্বর অনুষ্ঠানে অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদান করে জেলা প্রশাসকের প্রতি তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, জেলা প্রশাসক মফিদুল আলম ময়মনসিংহ জেলায় দায়িত্ব পালনকালে প্রশাসনিক দক্ষতা, সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অগ্রণী ভূমিকা, সাধারণ মানুষের কাছে সহজপ্রাপ্যতা, এবং সুশাসন প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা তাঁকে জেলার সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছে।

এ সময় আরও বলেন, সরকারি দায়িত্বের পাশাপাশি তিনি সবসময় সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং গণমাধ্যমবান্ধব প্রশাসক হিসেবে সুনাম অর্জন করেছেন। তাঁর পেশাগত নিষ্ঠা ও মানবিক নেতৃত্ব ময়মনসিংহবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সংবর্ধনা দেন বিএমইউজে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক শিবলী সাদিক খান, সাংবাদিক আলমগীর কবির উজ্জ্বল খান, জহর লাল দে, সুমন ভট্টাচার্য, গোলাম কিবরিয়া পলাশ, মোর্শেদ কামাল মিজান, সেলিম সাজ্জাদ, আব্দুল হাকিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এজি জাফর, সোহানুর রহমান সোহান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসকের ভবিষ্যৎ কর্মস্থলে সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

সংবর্ধনার জবাবে জেলা প্রশাসক মফিদুল আলম বলেন, ময়মনসিংহ আমার কাছে সবসময় একটি প্রিয় জেলা হয়ে থাকবে। এখানে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। সাংবাদিকরা সবসময় ইতিবাচক ভূমিকা রেখেছেন, যা প্রশাসনের কাজকে আরও গতিশীল করেছে। আপনাদের সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, যেখানেই থাকি, দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো। শেষে সাংবাদিক সমাজের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD