বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন(ডিএমাইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিয়াকৈরে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জগন্নাথপুরে শিক্ষক এর মারপিঠে ছাত্রী রক্তাক্ত আহত, এলাকায় সমালোচনার ঝড় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন আসাদ খোকন মোহনগঞ্জে মাদকসহ আটক- ২ দিনাজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণার উদ্বোধন কাহারোলে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ…. দিনাজপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: সিনিয়র জেলা ও দায়রা জজ দুই দিনে তিন আওয়ামীপন্থী নেতা গ্রেফতার নাসিরনগরে দমন-নিপীড়নের মুখে এক সাহসী মুখ—নবীন”

ময়মনসিংহে তৃণমূল পর্যায়ে ১৫০ জন নারীকে প্রশিক্ষণ ভাতার চেক প্রদান

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
  • আপডেটের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭৮ সময় দেখুন

ময়মনসিংহে তৃণমূল পর্যায়ে ১৫০ জন নারীকে প্রশিক্ষণ ভাতার চেক প্রদান

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫০ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ ভাতার চেক প্রদান করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) দুপুরে শহরের বাঘমারা এলাকায় অবস্থিত তৃণমূল প্রশিক্ষণ অফিসে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’–এর আওতায় এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও যুগ্ম-সচিব মুফিদুল আলম। চেক বিতরণ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের মেট্রোপলিটন এলাকা ময়মনসিংহের প্রশিক্ষণ কর্মকর্তা মিলি রেজা।

অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন তৃণমূল প্রশিক্ষণ কেন্দ্রের হাউস কিপিং ট্রেইনার মোঃ রাসেল মিয়া এবং বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই-কমার্স ট্রেইনার মোঃ নূরুল হুদা।

তিনটি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যেক ট্রেড থেকে ৫০ জন করে মোট ১৫০ জন নারীকে ৫ হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। এতে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করছে। তৃণমূল পর্যায়ের এসব প্রশিক্ষণ নারীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করছে। আপনারা যে দক্ষতা অর্জন করেছেন, তা কাজে লাগিয়ে নিজে স্বাবলম্বী হবেন এবং অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দেবেন।

প্রশিক্ষণ কর্মকর্তা মিলি রেজা বলেন, নারীর অর্থনৈতিক উন্নয়নই সমাজের টেকসই উন্নয়নের চাবিকাঠি। আমরা চাই, এই প্রশিক্ষণ শেষে প্রতিটি নারী নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করুন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক উপস্থিত ১৫০ জন নারী প্রশিক্ষণার্থীর প্রত্যেকের হাতে প্রশিক্ষণ ভাতার ৫ হাজার টাকার চেক তুলে দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD