শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈর তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ৫ নং ওয়ার্ডের লিফলেট বিতরণ রাণীশংকৈলে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন(ডিএমাইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিয়াকৈরে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জগন্নাথপুরে শিক্ষক এর মারপিঠে ছাত্রী রক্তাক্ত আহত, এলাকায় সমালোচনার ঝড় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন আসাদ খোকন মোহনগঞ্জে মাদকসহ আটক- ২ দিনাজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণার উদ্বোধন কাহারোলে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ…. দিনাজপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: সিনিয়র জেলা ও দায়রা জজ দুই দিনে তিন আওয়ামীপন্থী নেতা গ্রেফতার নাসিরনগরে

কালিয়াকৈরে ‘হোপ ফর চিলড্রেন’ প্রজেক্টের আয়োজনে ছাগল বিতরণ

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি :
  • আপডেটের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬৪ সময় দেখুন

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালামপুর গ্রামে বিলিভার্স ইস্টার্ন চার্চ কর্তৃক পরিচালিত “হোপ ফর চিলড্রেন” প্রজেক্টের উদ্যোগে ২৯ জন রেজিস্টার শিশুর পরিবারের মাঝে ৫৮টি ছাগল বিতরণ করা হয়েছে। ২৯ টি রেজিস্টার শিশুর পরিবারকে দুইটি করে ছাগল প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট জন বিলিভার্স ইস্টার্ন চার্চ, কালামপুরের ডিকন জয়দেব বর্মন এবং সঞ্চালনা করেন “হোপ ফর চিলড্রেন” কালামপুর প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আর্চডায়োসিসের সম্মানিত ভিকার জেনারেল রেভারেন্ড ফাদার পিটার বর্মন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “হোপ ফর চিলড্রেন” বাংলাদেশ-এর ন্যাশনাল কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন ২৯ জন উপকারভোগী রেজিস্টার শিশুর পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “হোপ ফর চিলড্রেন প্রজেক্ট গত দুই বছরেরও বেশি সময় ধরে কালামপুর এলাকায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও চারিত্রিক গঠনসহ কমিউনিটির সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই সময়ে আমরা শিশুদের জন্য শিক্ষা সামগ্রী, কমিউনিটিদের জন্য শাকসবজির বীজ ও চারা, ছাগল বিতরণ এবং সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান করেছি। আজ ২৯ জন রেজিস্টার শিশুর পরিবারের মাঝে ২টি করে ছাগল বিতরণ করছি—যেন তারা এই ছাগল পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং তাদের সন্তানদের শিক্ষার উন্নয়নে সহায়তা করতে পারেন। ছাগল বিক্রির জন্য নয়, বরং ভবিষ্যতে যেন এই উদ্যোগ আপনাদের জীবনমান উন্নয়নের একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়।”

বিশেষ অতিথি সজীব ত্রিপুরা বলেন, “হোপ ফর চিলড্রেন প্রজেক্ট আপনাদের শিশুদের জন্য বিনামূল্যে টিউশন সুবিধা দিচ্ছে, আজ ছাগল বিতরণ করা হলো, কেউ কেউ আবার শাকসবজির বীজ ও চারা পাচ্ছেন। এসব উদ্যোগের মাধ্যমে আমরা চাই আপনাদের পরিবার ও কমিউনিটির সার্বিক উন্নয়ন ঘটুক এবং অর্থনৈতিকভাবে আপনারা স্বনির্ভর হোন।”

অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান প্রজেক্টের সমাজকর্মী সুজান বর্মন। পরে সভাপতিত্বকারী ডিকন জয়দেব বর্মন ছাগল বিতরণের প্রথম অধিবেশন শেষ ঘোষণা করেন।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপকারভোগীদের মাঝে ছাগল তুলে দেন।

ছাগল পেয়ে খুশি হয়ে উপকারভোগী শাহ আলম হোসেন বলেন,“আমরা আজ খুব আনন্দিত, “হোপ ফর চিলড্রেন” কালামপুর প্রজেক্ট আমাদের পরিবারকে দুটি করে ছাগল দিয়েছে এবং শিশুদের পড়াশোনার জন্য বিভিন্ন শিক্ষা সামগ্রীও প্রদান করে থাকে। এ জন্য আমরা প্রজেক্টের সকল কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD