বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন(ডিএমাইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিয়াকৈরে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জগন্নাথপুরে শিক্ষক এর মারপিঠে ছাত্রী রক্তাক্ত আহত, এলাকায় সমালোচনার ঝড় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন আসাদ খোকন মোহনগঞ্জে মাদকসহ আটক- ২ দিনাজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণার উদ্বোধন কাহারোলে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ…. দিনাজপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: সিনিয়র জেলা ও দায়রা জজ দুই দিনে তিন আওয়ামীপন্থী নেতা গ্রেফতার নাসিরনগরে দমন-নিপীড়নের মুখে এক সাহসী মুখ—নবীন”

ময়মনসিংহের ফুলপুরে বিএনপির ৩১ দফা প্রচারণা বৃদ্ধির লক্ষে গণমিছিল

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেটের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭৪ সময় দেখুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা বৃদ্ধির লক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ফুলপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সবুজ বাংলা মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম তোজাম্মেল হক রুবেলসহ উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ।
এতে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর সদস্য সচিব মাহাবুবুর রহমান মোস্তফা।

হাজার হাজার নেতা-কর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ব্যানার ফেস্টুন ও দলের পতাকা হাতে নিয়ে তারা ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান।

যা পথচারী,দোকানদার ও বিভিন্ন পেশার মানুষের হৃদয়ে আশার অঙ্কুরে পরিণত হয়েছে এই গণমিছিলকে ফুলপুরে স্মরণকালের সর্বোচ্চ বলে আখ্যায়িত করেন নেতাকর্মীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD