শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈর তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ৫ নং ওয়ার্ডের লিফলেট বিতরণ রাণীশংকৈলে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন(ডিএমাইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিয়াকৈরে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জগন্নাথপুরে শিক্ষক এর মারপিঠে ছাত্রী রক্তাক্ত আহত, এলাকায় সমালোচনার ঝড় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন আসাদ খোকন মোহনগঞ্জে মাদকসহ আটক- ২ দিনাজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণার উদ্বোধন কাহারোলে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ…. দিনাজপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: সিনিয়র জেলা ও দায়রা জজ দুই দিনে তিন আওয়ামীপন্থী নেতা গ্রেফতার নাসিরনগরে

লালপুরে নারী জাগরণ মঞ্চে দেশকে এগিয়ে নিতে নারীদের বেশি প্রয়োজন: ব্যারিস্টার পুতুল

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭১ সময় দেখুন

নাটোরের লালপুরে  নারীর দীপ্ত পথ চলায় পথ খুঁজে পাবে বাংলাদেশ, হাতে হাত রেখে শপথ করি, নতুন বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্য সামনে রেখে  লালপুরে নারীর জাগরণ মঞ্চে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের অন্যতম সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

২৫ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নারীর জাগরণ মঞ্চ ব্যানারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভাই, আপনি দেখে যান; ভাইয়া, আপনি লালপুরকে দেখে যান, যে দেশে ৫০ শতাংশ নারী ভোটার, সে দেশকে এগিয়ে নিয়ে যেতে নারীদের প্রয়োজন সব থেকে বেশি। এখানে হাজার হাজার নারী একত্রিত হয়ে আপনাকে জানান দিচ্ছে, আপনার ৩১ দফার বাংলাদেশ গড়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছে।

 

তিনি আরও বলেন, প্রতিটি ধর্মে নারীদের অত্যন্ত মর্যাদার জায়গায় রাখা হয়েছে। সেই নারীরা এখানে উপস্থিত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত নারীরা নিরলস পরিশ্রম করেও তারা নায্য সম্মানটুকু পান না। নারীরা যেমন সংসার সমাজ ও দেশ গড়তে পারে, তেমনি ধ্বংস করতেও পারে। বাংলাদেশের নেত্রী খালেদা জিয়া যেমন সংসার, সমাজ ও দেশ গড়েছেন, ঠিক তেমনি আরেক নারী শেখ হাসিনা ধ্বংস করেছেন।

তিনি বলেন, বিএনপি নারীদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড দেবে, যা বাংলাদেশের চেহারা বদলে দেবে। সেই ফ্যামিলি কার্ড দিয়ে একজন নারী তার পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পারবে। যা নারীর আত্মমর্যাদাকে বৃদ্ধি করবে। এসব কার্ডের মাধ্যমে কৃষকরা ফসলের ন্যায্যমূল্য ও ব্যাংক লোন নিতে পারবে। স্বাস্থ্য কার্ড দিয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। যোগ্যদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD